IPL-এ এই বোলাররা খেয়েছেন সবথেকে বেশি ছয়! তালিকায় অশ্বিন, জাদেজা সহ বড় নাম

বাংলা হান্ট নিউজ ডেস্ক: আইপিএলে এমন ব্যাটসম্যানের অভাব নেই যারা বড় শট খেলতে সিদ্ধহস্ত। ফলে এই লিগে এমন বোলার অনেক আছে যারা প্রচুর বল করতে গিয়ে একাধিক ছক্কা মেরেছে। কোন সন্দেহ নেই যে বোলাররা যে কোন দলের গুরুত্বপূর্ণ অংশ এবং কখনও কখনও ম্যাচ জেতানোর ক্ষেত্রে বোলারদের ভূমিকাও খুবই গুরুত্বপূর্ণ। একই সময়ে, বোলারদেরও একাধিক বড় শটের সামনেও নিজেদের ঠান্ডা রাখতে হয়।

ছক্কা খাওয়ার তালিকায় পীযূষ চাওলা আইপিএলের বোলারদের মধ্যে একদম প্রথম সারিতে রয়েছেন। যদিও পীযূষ চাওলা আইপিএলে সবচেয়ে বেশি ছক্কা খাওয়া বোলার, কিন্তু উইকেট নেওয়ার দিক থেকেও তিনি এখন আইপিএলে চতুর্থ স্থানে রয়েছেন। তিনি এই লিগে ১৬৫ টি ম্যাচ খেলেছেন যার মধ্যে তার নামের পাশে ১৫৭টি উইকেট রয়েছে এবং তার সেরা বোলিং ফিগার হল ১৭ রানে ৪ উইকেট।

   

Amit Mishra

আইপিএলে পীযূষ চাওলার পর যে বোলারের বল সবচেয়ে বেশি ছক্কা মেরেছেন তিনি হলেন অমিত মিশ্রা। উইকেট নেওয়ার ক্ষেত্রে অমিত বর্তমানে এই লিগে তৃতীয় সফল বোলার এবং কিন্তু আসন্ন আইপিএলের জন্য তিনি দলই পাননি। একই সঙ্গে ১৬২ টি ছক্কা খেয়ে তৃতীয় স্থানে রয়েছেন রবীন্দ্র জাদেজা।

আইপিএলে সবচেয়ে বেশি ছক্কা মেরেছেন সেরা ছয় বোলার

১৮২ টি ছক্কা – পীযূষ চাওলা

১৭৬ টি ছক্কা – অমিত মিশ্র

১৬২ টি ছক্কা – রবীন্দ্র জাদেজা

১৫১ টি ছক্কা – যুজবেন্দ্র চাহাল

১৫০ টি ছক্কা – আর অশ্বিন

১৪৯ টি ছক্কা – ডোয়াইন ব্রাভো

Avatar
Reetabrata Deb

সম্পর্কিত খবর