পেট্রল-ডিজেলের মূল্যবৃদ্ধি থেকে বাঁচতে অভিনব উদ্যোগ কেন্দ্রের, খোলসা করলেন পীযূষ গোয়েল

বাংলা হান্ট ডেস্কঃ পেট্রোলের বাড়তে থাকা দাম নিয়ে এখন রীতিমতো নাজেহাল পরিস্থিতিতে আমজনতা। বেশিরভাগ রাজ্যেই এক লিটার পেট্রোল এখন সেঞ্চুরি ছাড়িয়েছে। এবার এর থেকে মুক্তির জন্য একটি অভিনব উদ্যোগ নিল কেন্দ্র সরকার। নরেন্দ্র মোদী (Narendra Modi ) সরকার প্রথম থেকেই অপ্রচলিত এবং পুনর্নবীকরণযোগ্য শক্তির দিকে বেশি নজর দিয়ে আসছে। যার জেরে আমাদের দেশে পুনর্নবীকরণযোগ্য শক্তির ব্যবহার গত কয়েক বছরে ২৫০% বেড়েছে। শুধু তাই নয় আবহাওয়া পরিবর্তন সূচকেও বিশ্বের সেরা ১০ টি দেশের মধ্যে অবস্থান রয়েছে ভারতের। অন্যদিকে পুনর্নবীকরণযোগ্য শক্তির ব্যবহারেও ভারত প্রথম পাঁচটি দেশের অন্যতম।

এবার পেট্রোলের মূল্যবৃদ্ধির জেরে রীতিমতো নাজেহাল আমজনতার জন্য বড় পদক্ষেপ নেওয়ার কথা জানাল কেন্দ্র সরকার। কেন্দ্রীয় মন্ত্রী পীযূষ গোয়াল (Piyush Goyal ) জানিয়েছেন, পেট্রোলের দাম বৃদ্ধি রোখার উপায় হিসেবে আরও বেশি ইথানলের মিশ্রণ ব্যবহার করা হবে। এখন ভারতে এক লিটার পেট্রোল ৮.১% ইথানল মেশানো হয়। ২০২৩-২৪ সাল অবধি এটিকে বাড়িয়ে ২০% করার পরিকল্পনা নিয়েছে সরকার। আগে এক্ষেত্রে ২০৩০ অবধি সময়সীমা বেঁধে দেওয়া হয়েছিল। পেট্রোলের মূল্যবৃদ্ধির জেরে সেই সময়সীমা আরও কমিয়ে নিয়ে আসা হয়েছে।

সাথে সাথেই পুনর্নবীকরণযোগ্য শক্তির দিকে আম জনতাকে আরও নজর দেওয়ার জন্য অনুরোধ করেছেন কেন্দ্রীয় মন্ত্রী। তিনি বলেন, “আমাদের লক্ষ্য ভারতকে পুনর্নবীকরণযোগ্য শক্তির ক্ষেত্রে আরও বেশি স্বাবলম্বী করে তোলা। ভবিষ্যতে এমন প্রযুক্তির বিকাশ করা হবে যাতে ১০০% ইথানলের মাধ্যমে গাড়ি চালানো যায়।” তিনি আরও জানিয়েছেন যাদের ব্যাটারির গাড়ি রয়েছে তারা রিচার্জ করার জন্য সৌর শক্তির ব্যবহার করুন। তিনি জানান আগামী দিনে চার্জিং স্টেশনের সংখ্যা আরও বাড়ানো হবে।

694852 piyush goyal pti

তার মতে পুরনো নবীকরণ যোগ্য শক্তি ব্যবহারের জন্য ২০২২ সালে ১৭৫ গিগাবাইট এবং ২০৩০ সাল অব্দি ৪৫০ গিগাবাইট লক্ষ্যমাত্রা স্থির করা হয়েছে। তার মতে আগামী দিনে পুনর্নবীকরণযোগ্য শক্তির ক্ষেত্রে ভারত দৃষ্টান্ত স্থাপন করবে। পরিবেশ দিবসেই প্রধানমন্ত্রীর নরেন্দ্র মোদী আরও বেশি পুনর্নবীকরণযোগ্য শক্তির ব্যবহারের দিকে মনোযোগ এবার কথা বলেছিলেন। পীযূষ গোয়েলের মতে সেই লক্ষ্যেই ক্রমশ এগিয়ে চলেছে ভারত।

 

Avatar
Abhirup Das

সম্পর্কিত খবর