বাংলাহান্ট ডেস্ক : গিয়েছিলেন পিৎজা ডেলিভারি করতে। তা করতে বেড়িয়ে যে এমন ভয়াবহ পরিস্থিতি দেখতে হবে তা বোধহয় স্বপ্নেও কল্পনা করতে পারেননি ডেলিভারি বয়। দাউদাউ করে জ্বলতে থাকা বাড়ির মধ্যে থেকে উদ্ধার করলেন চার শিশুকে। এমনকি একজনকে উদ্ধার করতে গিয়ে ঝলসে গেলেন তিনি নিজেও।
সূত্রের খবর, সোমবার রাত সাড়ে বারোটা নাগাদ নিকোলাস বোস্টিক নামক এক পঁচিশ বছর বয়সী যুবক আমেরিকার লাফায়েট শহরে পিৎজা পৌঁছে দিতে বের হন। রাস্তায় হঠাৎ তিনি লক্ষ্য করেন একটি বাড়ি থেকে দাউ দাউ করে আগুনের ধোঁয়া বেরোচ্ছে। তিনি দেখতে পান পুরো বাড়িটা আগুনে দাউদাউ করে জ্বলছে। ভেতর থেকে তিনি কোন শব্দ পাননি। তিনি ভাবেন হয়তো বাড়ির মধ্যে কেউ ঘুমন্ত অবস্থায় আছে আর সেই সময় আগুন লেগেছে।
এই পরিস্থিতি দেখে বাড়ির সামনে এগিয়ে যান নিকোলাস। শুরু করেন ডাকাডাকি। নিকোলাসের শব্দ শুনে বাইরে বেরিয়ে আসেন ঘরের মধ্যে থাকা শিশুরা। বড় ভাই এসে খবর দেয় ঘরের মধ্যে রয়েছে তাদের বোন। ততক্ষণে গোটা বাড়ি পুড়তে শুরু করে দিয়েছে। এরপর কোন বিলম্ব না করে তিনি বাড়ির ভেতরের কাঁচের দরজা ভেঙে ফেলেন। এরপর তাকে জড়িয়ে বাইরে বেরিয়ে আসে শিশুটি। শিশুটিকে বাইরে বের করে নিয়ে আসার সময় আগুনে পুড়ে যান নিকোলাস নিজে।
ঘটনা জানাজানি হতেই ঘটনাস্থলে পৌঁছায় পুলিশ। এরপর আহত নিকোলাসকে চিকিৎসার জন্য পাঠানো হয় হাসপাতালে। শিশু গুলির বাবা-মা জানিয়েছেন তারা কাজের জন্য বাইরে গিয়েছিলেন। তাদের ছেলেমেয়েরা বাড়িতে একাই ছিল। যুবকের প্রতি তাদের কৃতজ্ঞতা জানিয়ে বলেছেন তার ঋণ তারা কখনো শোধ করতে পারবেন না। পুলিশও ভূয়সী প্রশংসা করেছে নিকোলাসের।