আর অন্যের হয়ে নয়, এবার নিজের জন্যই কাজ! নতুন রাজনৈতিক দলের ঘোষণা প্রশান্ত কিশোরের

বাংলাহান্ট ডেস্ক : তাঁর কংগ্রেসে যোগ দেওয়ার জল্পনায় তোলপাড় হয়েছিল গোটা দেশ। কিন্তু শেষমেষ হাত শিবিরে নাম লেখাননি তিনি। এরই মধ্যে এবার চরম ইঙ্গিতপূর্ণ এক ট্যুইট করে জল্পনা ছড়ালেন প্রশান্ত কিশোর। ঘোষণা করলেন নতুন দলের নামও।

ট্যুইটটিতে বিহার থেকেই তাঁর যাত্রা শুরু করার ইঙ্গিত দিয়েছেন পিকে। এদিন ট্যুইটে তিনি লেখেন, গণতান্ত্রিক ব্যবস্থায় অংশগ্রহণ করে জনমুখী নীতি প্রণয়ণে সাহায্য করার চেষ্টা করেছি। তাতে গত দশ বছর ধরেই চড়াই উতরাই চলেছে। এবার আসল লোকেদের কাছে পৌঁছানোর সময় এসে গিয়েছে তাঁরা হলেন সাধারণ মানুষ। জন-সুরাজ তথা সুশাসনের বিষয় আশয় তাঁদের থেকে ভালো আর কেই বা বোঝে। এবার শুরু হবে বিহার থেকেই।’

অতীতেও একাধিকবার স্পষ্ট ভাবেই সক্রিয় রাজনীতিতে যোগ দেওয়ার ইচ্ছা প্রকাশ করেছেন প্রশান্ত কিশোর। সেই মতন কংগ্রেসের সঙ্গে একাধিকবার আলোচনায় বসেন তিনি৷ বিগত মাস কয়েক ধরেই কংগ্রেস নেত্রী সোনিয়া গান্ধীর সঙ্গে একাধিকবার বৈঠক সারেন প্রশান্ত কিশোর। কংগ্রেসের শীর্ষ নেতাদের সঙ্গে বৈঠকে সামনের লোকসভা ভোটে কীভাবে এই ভাঁটা থেকে দলকে বের করা যায় তার জন্য একটি রোডম্যাপও বানিয়ে দেন তিনি। তাঁর এই বৈঠককে ঘিরেই তুঙ্গে ওঠে রাজনৈতিক জল্পনা। ১০ জনপদের বৈঠকে সোনিয়া গান্ধী এমপাওয়ার্ড অ্যাকশান গ্রুপ ২০২৪ নামের একটি কমিটি তৈরি করে দলে যোগ দিয়ে সেটির দায়িত্ব নেওয়ার প্রস্তাব দেন প্রশান্ত কিশোরকে। কিন্তু নিজের মনমত পদ না মেলায় সোজাসুজিই সেই প্রস্তাব ফিরিয়ে দেন প্রশান্ত।

এই পরিস্থিতিতে এবার বিহারের মাটিতেই সক্রিয় রাজনীতিতে পা রাখতে চলেছেন বিহারের ভূমিপুত্র এদিনের ট্যুইটের পর এমনটাই মনে করছেন রাজনৈতিক পর্যবেক্ষক মহল। রাজনীতিতে পা রাখার পর তাঁর দলের নাম হতে চলেছে ‘জন সুরাজ’। নীতিশ কুমারের সঙ্গে পিকের বন্ধুত্ব সর্বজনবিদিত। তাই বিহারে রাজনৈতিক কাজ শুরু করলে সেখানে নীতিশ কুমারের সাহায্য পেতে যে খুব একটা অসুবিধা হবে না তা বলাই বাহুল্য। যদিও এবার কী হতে চলেছে ভোটকুশলীর পরবর্তী পদক্ষেপ তা নিয়ে তুমুল জল্পনা রাজনৈতিক মহলে।

Avatar
Katha Bhattacharyya

সম্পর্কিত খবর