উপনির্বাচনে তৃণমূলকে জেতাতে নতুন পরিকল্পনা বানালেন প্রশান্ত কিশোর !

বাংলা হান্ট ডেস্ক : হাতে আর মাত্র 21 দিন তার পরেই পশ্চিমবঙ্গের তিনটি বিধানসভা আসনে উপনির্বাচন৷ সপ্তদশ লোকসভা নির্বাচনে রাজ্যে তৃণমূলের ভরাডুবির পর এবার তৃণমূলের ঘুরে দাঁড়ানোর পালা৷ এমনিতেই নির্বাচনের পর রাজ্যের পরিস্থিতি আবারও ফিরিয়ে আনতে তৃণমূলের তরফে ভোট গুরু প্রশান্ত কিশোরকে নিয়োগ করা হয়েছে তাই উপনির্বাচনেই প্রশান্ত কিশোরের এক প্রকার পরীক্ষা নিতে চাইছে তৃণমূল৷ অন্য দিকে 21 এর বিধানসভা নির্বাচনের আগে রাজ্যে তৃণমূলের হাল হকিক বুঝে নিতে চাইছে ঘাসফুল শিবির৷election strategist and jdu leader prashant kishor c1374c22 c3ee 11e9 8b78 a387d3830b78

তাই তো প্রতিটি পদক্ষেপে পা ফেলার আগে প্রশান্ত কিশোরের পরামর্শ নিচ্ছে তৃণমূল কংগ্রেস৷ ভোট প্রচার বা মিটিং মিছিল সর্বত্রই মেপে মেপে পা ফেলছে তৃণমূল এবং তার আগে প্রশান্ত কিশোরের কৌশলকে মাথায় নিচ্ছে৷ তবে প্রশান্ত কিশোর কিন্তু কোমর বেঁধে ভোটের ময়দানে নামতে প্রস্তুত৷ প্রার্থী বাছাইয়ে মুখ্য ভূমিকা না নিলেও প্রচারের রণকৌশল সাজিয়ে ফেলেছে পিকের সংস্থা৷ ইতিমধ্যেই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে পরামর্শ দিতে শুরু করেছে প্রশান্ত কিশোর ও তাঁর টিম৷

এমনিতেই খড়্গপুর থেকে করিমপুর কিংবা কালিয়াগঞ্জ সব কটি আসনে জয়ের হাতছানি পেতে চাইছে তৃণমূল বিশেষ করে খড়্গপুর কে ভুল টার্গেট করেছে৷ তাই প্রতিটি পদক্ষেপে পরামর্শ নিচ্ছে৷ তৃণমূলের জেলা নেতাদের সঙ্গে যোগাযোগ রাখছে টিম পিকে৷ তাই তো প্রচার ও মিটিং মিছিলের ছবি ভিডিও তুলে পিকের সংস্থার দফতরে পাঠানোর নির্দেশ দেওয়া হয়েছে দলীয় নেতৃত্বদের৷ এমন কি জয় পেতে প্রার্থীরাও ভর সারাচ্ছেন পিকের উপর৷

যদিও প্রচার প্রাথমিক ভাবে শুরু হয়েছে কিন্তু কী ভাবে প্রচারে ঝড় তুলতে হবে? কোন বিষয়টি সামাজিক মাধ্যমে তুলে ধরতে হবে সবটাই বলে দেবে প্রসাদ কিশোর৷ তাই তো পিকের সদস্যরা ইতিমধ্যেই একপ্রস্থ সমীক্ষা সেরে ফেলেছে৷ যদিও প্রশান্ত কিশোরের রণনীতি ঠিক কতটা কার্যকরী হবে তা বলবে নির্বাচনের ফল৷

সম্পর্কিত খবর