বাংলাহান্ট ডেস্ক : প্রশান্ত কিশোর বা পিকে এবার প্রশ্ন তুললেন বিহারের উপ মুখ্যমন্ত্রী তেজস্বী যাদবের শিক্ষাগত যোগ্যতা নিয়ে। কটাক্ষ করে পিকে জানিয়েছেন, শুধুমাত্র লালু প্রসাদ যাদবের সন্তান হওয়ার জন্যই তেজস্বী যাদবকে বিহারের উপ মুখ্যমন্ত্রী করা হয়েছে। তার যে শিক্ষাগত যোগ্যতা, এখন তাতে চাপরাশির কাজও পাওয়া যায় না।
প্রশান্ত কিশোর সম্প্রতি বিহার জুড়ে ‘জন সূরজ পদযাত্রা’ নামে একটি কর্মসূচি আরম্ভ করেছেন। সেই কর্মসূচি থেকেই লালু পুত্রকে এক হাত নিলেন তিনি। তেজস্বী ছাড়াও বিহারের বর্তমান মুখ্যমন্ত্রী নিতিশ কুমারকেও কটাক্ষ করেছেন প্রশান্ত। বিহার সরকারের কর্মসংস্থানের প্রতিশ্রুতি থেকে শুরু করে সারাদেশে মহাজোট স্থাপন, বিভিন্ন বিষয় নীতিশ কুমার কটাক্ষের শিকার হয়েছেন পিকের।
সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় প্রশান্ত কিশোরের একটি ভিডিও ভাইরাল হয়েছে। তাতে তাকে বলতে শোনা যাচ্ছে,”লালু প্রসাদের ছেলে ক্লাস নাইন পাস। তবুও সে উপ মুখ্যমন্ত্রী। আমাদের বাড়ির ছেলেরা যদি ক্লাস নাইন পাস করে তাহলে তো চাপরাশির কাজও পাবে না।”
গত ২ অক্টোবর থেকে বিহারে প্রশান্ত কিশোরের উদ্যোগে শুরু হয়েছে ‘জন সূরজ যাত্রা’ কর্মসূচি। পিকের দাবী এই কর্মসূচি চলাকালীন নিতিশ কুমার তাকে দায়িত্ব নিতে বলেন জেডিইউ-র।কিন্তু প্রশান্ত কিশোর জানিয়েছেন, নিতীশ কুমার যদি তাকে মুখ্যমন্ত্রীর চেয়ারও ছেড়ে দেন তাহলেও জেডিইউ-র দায়িত্ব তিনি নেবেন না। প্রশান্ত কিশোর জানিয়েছেন আগামী ১৫ মাস পর্যন্ত সারা বিহার জুড়ে তার এই ‘জন সূরজ যাত্রা’ চলবে।