মোদীর হয়ে টুইট করলেন প্রশান্ত কিশোর, চাপ বাড়াল তৃনমূলের

বাংলা হান্ট ডেস্ক : সপ্তদশ লোকসভা নির্বাচনে রাজ্যের বিজেপির বাড়বাড়ন্ত দেখেই এবং রাজ্যের শাসক শিবিরের বিপর্যয়ের জেরে ভোট কৌশলী প্রশান্ত কিশোরকে নিয়োগ করা হয়েছিল রাজ্য সরকারের তরফ থেকে৷ সম্প্রতি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় প্রশান্ত কিশোরের পরামর্শ ছাড়া এক পা ও চলতে না, যে কোনও সিদ্ধান্তের আগে প্রশান্ত কিশোরের মতামতকে বেশি গুরুত্ব দিতেন তিনি৷ তাঁর পরামর্শ মেনেই জনসংযোগ বাড়াতে দিদিকে বলে শুরু করেছেন রাজ্য সরকার কিন্তু সেই প্রশান্ত কিশোর এ বার কাটা ঘায়ে নুনের ছিটে দিল শাসক শিবিরের৷

মার্কিন যুক্তরাষ্ট্রের হিউস্টনে হাউড়ি মোদী অনুষ্ঠানে যোগ দিতে গিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী পঞ্চাশ হাজার অনাবাসী ভারতীয়দের সামনে ডোনাল্ড ট্রাম্পকে জেতাতে কার্যত ভোট প্রচার করেন আর মোদীর সেই কাজে প্রশংসা করে টুইট করেন প্রশান্ত কিশোর৷ একটি টুইট করে ডোনাল্ড ট্রাম্পের মতো দুর্বল নেতাকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আন্তর্জাতিক অনুষ্ঠানে মঞ্চে হাজির করিয়ে ভাল কাজ করেছে, এটি আমাদের দেশের পক্ষে ভাল ঠিক এই ভাবেই টুইট করে প্রধানমন্ত্রীর প্রশংসায় পঞ্চমুখ হতে দেখা গিয়েছে প্রশান্ত কিশোরকে আর প্রশান্ত কিশোরের টুইট করার জেরে কার্যত অস্বস্তিতে পড়েছে রাজ্যের শাসক শিবির৷

যদিও প্রশান্ত কিশোরের এই টুইটকে কার্যত সমর্থন জানিয়েছে গেরুয়া বাহিনী তাই সাংবাদিকদের সামনেই কৈলাস বিজয়বর্গীয়কে বলতে শোনা গিয়েছে প্রশংসা করেছে ভালোই করেছে৷ প্রশান্ত কিশোরের টুইট ঘিরে অস্বস্তিতে পড়লেও রাজ্যের শাসক শিবির কিন্তু প্রকাশ্যে মুখ খুলতে নারাজ তাই প্রশান্ত কিশোরের টুইটকে ব্যক্তিগত মত প্রকাশ বলেই জানিয়েছে রাজ্যের শাসক শিবির৷ ক্রেতা সুরক্ষামন্ত্রী সাধন পাণ্ডে এই প্রসঙ্গে বলতে গিয়ে বিষয়টিকে ততটা গুরুত্ব দেননি৷

কিন্তু প্রশান্ত কিশোরের সঙ্গে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের যে একটা অন্তর্দ্বন্দ্ব চলছে তা ক্রমশই প্রকাশ্যে৷ সম্প্রতি শাসক শিবিরের সঙ্গে বিশেষ করে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে প্রশান্ত কিশোরের মতের মিল হচ্ছে না এমনকী বিধায়কদেরও চক্ষুশূল হয়ে উঠেছেন প্রশান্ত কিশোর৷ তাই তৃণমূল যতই কিছু না বলুক, কিছুটা হলেও এই টুইট ঘিরে তৃণমূলের অস্বস্তি বেড়েছে বলেই দাবি রাজনৈতিক বিশেষজ্ঞদের৷

সম্পর্কিত খবর