মুম্বই-চেন্নাই ছাড়াও কলকাতার রয়েছে সবথেকে সেরা অধিনায়ক, চিন্তা ভাবনায় সবার থেকে এগিয়ে

বাংলা হান্ট নিউজ ডেস্ক: আইপিএলের পঞ্চদশ মরশুম আরম্ভ হতে বাকি আর মাত্র কয়েক দিন। আইপিএল ২০২২-এর আসরে মাঠে বেশ কিছু নতুন ব্যাপার। দুটি নতুন দল, তাদের নতুন দলগঠন এবং নতুন অধিনায়ক। গুজরাট টাইটানস এবং লখনউ সুপার জায়ান্টস দুটি নতুন দলে আত্মপ্রকাশ করবে এবং শুরু থেকেই নিজেদের যোগ্যতা প্রমাণে মরিয়া থাকবে। টুর্নামেন্টের এই মরশুমে অনেক তরুণ খেলোয়াড়কে নিয়েও থাকবে আকাশছোঁয়া উন্মাদনা।

আইপিএলের এই মরশুমে বেশিরভাগ দলে নতুন অধিনায়ক দেখা গেলেও মুম্বাই ইন্ডিয়ান্স ও চেন্নাই সুপার কিংস তাদের পুরোনো ও অত্যন্ত সফল অধিনায়কদের ধরে রেখেছে। মুম্বাইয়ের অধিনায়ক রোহিত শর্মা মুম্বাইকে ৫ বার এবং সিএসকে এমএস ধোনি চেন্নাই সুপার কিংসকে ৪ বার আইপিএলের শিরোপা জিতিয়েছেন। এই দুই অধিনায়ককে টেক্কা দেওয়া বাকি অধিনায়কদের পক্ষে একেবারেই সহজ নয়। তবে আইপিএলের এই মরসুমে মুম্বই ও চেন্নাই ছাড়াও এমন আরও একটি দল রয়েছে, যেই দলের অধিনায়ক তফাৎ গড়ার ক্ষমতা রাখেন।

shreyas iyer kkr

এখানে বলা হচ্ছে তরুণ প্রতিভাবান ক্রিকেটার শ্রেয়স আইয়ারের কথা। গত নিলামে কেকেআর তার ১২.২৫ কোটি টাকা দিয়ে শিবিরে যুক্ত করেছে। দলে অজিঙ্কা রাহানে, আন্দ্রে রাসেলের মতো তারকা ক্রিকেটার থাকা সত্ত্বেও শ্রেয়স আইয়ারের ওপরেই অধিনায়কত্বের দায়ভার দিতে দু বার ভাবেনি নাইট ম্যানেজমেন্ট।

এর আগে দিল্লি ক্যাপিটালসের অধিনায়কত্ব করেছেন শ্রেয়স। তার অধিনায়কত্বে দিল্লি ফাইনালও খেলেছে। কিন্তু ট্রফি জিততে পারেনি। সেই আপসোস কলকাতা নাইট রাইডার্সের হয়ে মিটিয়ে নিতে চাইবেন শ্রেয়স। সম্প্রতি ব্যাট হাতে দুরন্ত ফর্মে রয়েছেন তিনি। নাইট ম্যানেজমেন্ট আশা করবে তার সাম্প্রতিক ফর্মের প্রতিফলন তার অধিনায়কত্বেও পড়বে।


Reetabrata Deb

সম্পর্কিত খবর