“ড্রেসিংরুমে বসে থেকে ফর্মে ফেরা যায় না”, বিরাট কোহলিকে খোঁচা সুনীল গাভাস্কারের

বাংলা হান্ট নিউজ ডেস্ক: আইপিএল ২০২২-এ বিরাট কোহলির অফফর্মের ধারা কাটার কোনও লক্ষণ দেখা যাচ্ছে না। গতকাল সানরাইজার্স হায়দরাবাদের বিরুদ্ধে তিনজ গোল্ডেন ডাকে আউট হয়েছিলেন। এই নিয়ে মোট তিনবার আইপিএল ২০২২-এ প্রথম বলেই আউট হয়ে ফিরেছেন বিরাট। অনেকে আবার বিরাট কোহলিকে বিশ্রাম দেওয়ার পরামর্শ দিয়েছেন। কিন্তু তাদের থেকে উল্টো পথে হেটে কোহলিকে এবার সতর্ক করলেন গাভাস্কার।

চলতি মরশুমে বিরাট কোহলি আরসিবির হয়ে ৩ নম্বরে এবং ওপেনার হিসাবে ব্যাট করেছেন। মাত্র ১১১.৩৪ স্ট্রাইক রেটে তিনি ২১৬ রান করেছেন। এটি তার কেরিয়ারের সবচেয়ে খারাপ আইপিএল। রবি শাস্ত্রী থেকে শুরু করে অনেক অভিজ্ঞরাও কোহলিকে বিশ্রামের পরামর্শ দিচ্ছেন। কিন্তু তাদের সাথে একমত নন গাভাস্কার।

virat kohli 9

গাভাস্কার মনে করেন না বিশ্রামে গিয়ে কোহলি ফর্ম ফিরে পাবেন। তার মতে সময় খারাপ চললেও কোহলিকে মাঠের মধ্যেই নিজেকে নতুন করে গড়ে তুলতে হবে। তাই যদি তাকে বিশ্রাম দেওয়া হয় তাহলে তাতে বড় কোনও লাভ হবে বলে মনে করেন না গাভাস্কার।

গাভাস্কার বলেছেন, “খেলা থেকে বিরতি মানে এই নয় যে ভারতের হয়ে খেলবেন না, বরং দেশের হয়ে খেলা তার প্রথম কর্তব্য হওয়া উচিত। কেউই মাঠের বাইরে বসে ফর্ম ফিরে পায় না। আপনি যত বেশি খেলবেন, তত আপনার ফর্মে ফেরার সুযোগ বেশি।”


Reetabrata Deb

সম্পর্কিত খবর