বাংলাহান্ট ডেস্কঃ ধনদৌলত বৃদ্ধি বা ধনসম্পত্তি বাড়ানোর ক্ষেত্রে আমরা অনেকেই লাফিং বুদ্ধকে (laughing buddha) শুভ বলে মনে করি। ঘরে তাই সঠিক স্থানে লাফিং বুদ্ধের মূর্তি রাখলে জীবনে কখনই ধন সম্পদের অভাব হবে না। তাই পুজোর আগে এমন কিছু কাজ করুন, যাতে করে শান্তি দেবী আপনার ঘরেই বাসা বাঁধেন।
এই পৃথিবীতে নিজের সংসারে সুখ শান্তি কে না চায় বলুন। সকলেই চায় নিজের পরিবারকে আগলে সুখের সাগরে ডুব দিতে। তাই নিজের সংসারে যদি সর্বদা শান্তির দেবীকে ধরে রাখতে চান, তাহলে বেশ কিছু নিয়ম মেনে চলুন। দেখবেন আপনার সংসার এবং আপনাদের মন থেকে কখনই শান্তি দেবী অন্যত্র যেতেই পারবেন না।
বাড়িতে মাটির অথবা পিতলের লাফিং বুদ্ধের মূর্তি রাখুন। পারলে লাফিং বুদ্ধ তার বাচ্চাদের সঙ্গে বসে আছেন, এমন মূর্তি রাখুন। শুভ ফল পাবেন।
তবে কিন্তু লাফিং বুদ্ধের মূর্তি নিজে কেনার থেকে অন্য কেউ উপহার স্বরূপ দিলে, তা অনেক কার্যকরী হয়।
লাফিং বুদ্ধের মূর্তি সর্বদা ঘরের উত্তর দিকে, পারলে দরজার দিকে মুখ করে রাখুন। দেখবেন পরিবারের সকলের মধ্যে ভালোবাসা বিরাজ করবে।
লাফিং বুদ্ধের মূর্তি কোনসময় বেশি উঁচুতে রাখবেন না, সবসময় চোখের সামনে রাখবেন।
লাফিং বুদ্ধের মূর্তি স্পর্শ করার সময় একটা জিনিস খেয়াল রাখবেন। সবসময় শুদ্ধ বস্ত্র পরিধান করে তা স্পর্শ করবেন। তাহলে জীবনে সুখের মুহূর্ত দীর্ঘস্থায়ী হবে।
এই সকল জিনিস মেনে চললে শান্তিদেবীর ঠিকানা হবে আপনার বাড়ি।