লকডাউনের মাঝেই মধ্যবিত্তের পকেটে বড় ধাক্কা, প্ল্যানের বৈধতা কমাল bsnl

বাংলাহান্ট ডেস্কঃ লকডাউনের মাঝেই মধ্যবিত্তের পকেটে বড় ধাক্কা, রাষ্ট্রীয় মালিকানাধীন টেলিকম সংস্থা ভারত সঞ্চার নিগম লিমিটেড বিএসএনএল 1,699 টাকার পরিকল্পনার মেয়াদ কমিয়েছে। পাশাপাশি, 186 রুপি, 187, 98 টাকা, 99 এবং 399 টাকার প্ল্যানেও পরিবর্তন করা হয়েছে। 1 এপ্রিল থেকে নতুন প্ল্যানগুলি কার্যকরী হবে

বিএসএনএলের 1699 টাকার পরিকল্পনায় ব্যবহারকারীরা আগের মতো কল, ১০০ এসএমএস, ২ জিবি ডেটা এবং আড়াইশো মিনিট পাবেন। তবে পরিবর্তনের পরে এখন ব্যবহারকারীরা এই প্যাকটিতে 365 দিনের পরিবর্তে 300 দিনের জন্য বৈধ হবে। পাশাপাশি অন্যান্য প্ল্যানের বৈধতাও কমেছে।

bsnl agencies

করোনার সতর্কবার্তা  কলার টিউন হিসেবে চালু করার পাশাপাশি  এবার দুর্দান্ত ইন্টারনেট ডেটা অফার ঘোষণা করল বিএসএনএল। বিনামূল্যে Work@home ব্রডব্যান্ড প্ল্যান চালু করল সরকারি এই টেলিকম কোম্পানি।  যে সমস্ত গ্রাহকদের ল্যান্ডলাইন কানেকশন রয়েছে, একমাত্র তাঁরাই একমাত্র বিনামূল্যে এই পরিষেবা পাবেন।

প্রতিদিন ১০ এবিপিএস স্পিডে ৫ জিবি করে ডেটা পাবেন গ্রাহক, নির্ধারিত ৫ জিবি ডেটা শেষ হয়ে গেলে স্পিড ১ এমবিপিএসে নেমে যাবে। ACT Fibernet এবং Airtel Xstream Fibre এর মতো সংস্থাও এই ধরনের প্ল্যানগুলির ঘোষনা করেছে।

#BSNL, টেলিকম, ডট, বিএসএনএল, DoT,, Telicom

সম্পর্কিত খবর