বাংলাহান্ট ডেস্ক: খুনের (murder) পরিকল্পনা করা হচ্ছিল সলমন খানকে (salman khan)। পুলিসের জালে ধরা পড়ল মুম্বইয়ের লরেন্স বিষ্ণোই (bishnoi) গ্যাংয়ের শার্পশুটার (sharpshooter)। পুলিসের জেরায় সে স্বীকার করেছে সলমনকে খুনের পরিকল্পনা ছিল। এমনকি সেই মতো আগে থেকে ব্যবস্থাপনাও হয়ে গিয়েছিল।
পুলিস সূত্রে খবর, অভিযুক্ত বছর ২৭ এর রাহুল আলিয়াস সাঙ্ঘি ওরফে আলিয়াস বাবা ওরফে আলিয়াস সুন্নি আদতে ভিওয়ানির বাসিন্দা। ১৫ অগাস্ট উত্তরাখন্ড থেকে গ্রেফতার করা হয় তাঁকে। ২৪ জুন প্রবীণ নামে ফরিদাবাদের এক রেশন ডিলারকে খুনের দায়ে তাঁকে গ্রেফতার করে পুলিস।
ডিসিপি, হেডকোয়ার্টার্স রাজেশ দুগ্গলের কথায়, “জেরার সময় জানা যায় চলতি বছরের জানুয়ারি মাসে রাহুল মুম্বই আসে সলমন খানকে খুনের ছক কষার জন্য। বান্দ্রায় অভিনেতার বাড়িও যায় সে এবং ওই এলাকাতেই থাকে দুদিন।” তিনি আরও জানান, বিষ্ণোই ও সম্পাত নেহরার কথাতেই এই কাজ করে রাহুল। সম্পাত নেহরাও এই একই অপরাধে ২০১৮ তে গ্রেফতার হন।
বিষ্ণোই এর কথায়, সলমনকে খুনের পরিকল্পনা করে সম্পাত নেহরা। হায়দ্রাবাদ থেকে গ্রেফতার করা হয় তাঁকে। লরেন্স বিষ্ণোই হলেন বিষ্ণোই গ্যাংয়ের এক সদস্য। এরা কৃষ্ণসার হরিণকে পুজো করে। পুলিসের অনুমান, ১৯৯৮ সালে সলমন খানের কৃষ্ণসার হত্যা মামলায় অভিযুক্ত হওয়ার জন্য অভিনেতার উপর এদের ক্ষোভ জন্মায়।
পুলিস সূত্রে খবর, জানুয়ারি থেকেই সলমনকে খুনের ছক করা হলেও লকডাউনের জন্য তা পিছিয়ে যায়। রাহুল বিষ্ণোই গ্যাংয়ের অপেক্ষাকৃত নতুন সদস্য। তাকে আদালতে পেশ করা হয়েছে। আপাতত জেরার জন্য তাকে পুলিসের হেফাজতেই রাখা হয়েছে।