কলকাতা বিমানবন্দরে দুই বিমানের সংঘর্ষে ভাঙল ডানা, বড়সড় দুর্ঘটনা থেকে কোনরকমে মিলল রক্ষা

বাংলাহান্ট ডেস্ক : নিয়ন্ত্রণ হারাল দু’টি বিমান। কাছাকাছি চলে আসায় দুটি বিমানের ডানার মধ্যে সংঘর্ষের ঘটনাও ঘটে। বুধবার সকাল ১১ টা নাগাদ এই দুর্ঘটনাটি ঘটেছে কলকাতা বিমানবন্দরে। তবে হতাহতের কোনও খবর নেই। ঘটনায় বিমান পাইলটের কোনও গাফিলতি রয়েছে কি না, ইতিমধ্যেই তা খতিয়ে দেখছে বিমান নিয়ন্ত্রণ সংস্থা ডিজিসিএ।

জানা যায়, কলকাতা বিমানবন্দরে যাত্রী নিয়ে ওড়ার অপেক্ষায় থাকা একটি বিমানের সঙ্গে অন্য একটি বিমানের সংঘর্ষ ঘটে। এয়ার ইন্ডিয়া এক্সপ্রেস এবং ইন্ডিগোর দুটি বিমানেরই ডানার সামান্য অংশ ভেঙে গিয়েছে৷ বিমানবন্দর সূত্রের খবর, এদিন সকালে বিমানবন্দরের রানওয়েতে দাঁড়িয়েছিল একটি বিমান।

আরোও পড়ুন : পড়ার খরচ যোগাতে বেচতেন মুড়ি! বাংলার পরিযায়ী শ্রমিকের ছেলের সাফল্য অনুপ্রেরণা জোগাবে

বিমানটি ছাড়পত্রের অপেক্ষাতেই রানওয়েতে দাঁড়িয়েছিল। ঠিক সেই সময়ই রানওয়েতে প্রবেশ করে  যাত্রীবাহী অন্য একটি বিমান। হঠাৎই নিয়ন্ত্রণ হারায় বিমান। ফলে রানওয়েতে দুটি বিমান বিপজ্জনকভাবে কাছাকাছি চলে আসে। দুটি বিমানের উইংস বা ডানার সঙ্গে ধাক্কা লাগে। যার জেরে এয়ার ইন্ডিয়া বিমানটির ডানার একটি অংশ ভেঙে যায়।

আরোও পড়ুন : দেড় মাসে ১৫ দিন বন্ধ মদের দোকান! সুরাপ্রেমীদের মাথায় হাত, দেখুন আপনার এলাকায় কবে ‘ড্রাই ডে’

ক্ষতিগ্রস্ত হয় ইন্ডিগো বিমানের ডানার একাংশও। বিমান বন্দর কর্তৃপক্ষ আশঙ্কা প্রকাশ করে জানিয়েছে,  দুটি বিমানই যাত্রী বোঝাই ছিল। সেক্ষেত্রে বড় ধরনের দুর্ঘটনা ঘটতে পারতো। কীভাবে দুটি বিমান এত কাছাকাছি চলে এল, স্বাভাবিকভাবেই এই নিয়ে প্রশ্ন উঠছে৷ দুই বিমানচালকের ভূমিকাও খতিয়ে দেখছে ডিজিসিএ৷

indigo 1711540712

এদিকে সূত্রের খবর, দুটি বিমানের দুজন পাইলটকেই আপাতত কাজ থেকে অব্যাহতির নির্দেশ দেওয়া হয়েছে। এ ব্যাপারে বিমান বন্দরের গ্রাউন্ড স্টাফদেরও তদন্তকারীরা জিজ্ঞাসাবাদ করবেন বলে জানা গিয়েছে। অন্যদিকে এই ঘটনার পর বিমানগুলো ওড়ার ক্ষমতা হারায়। তাই যাত্রীদের গন্তব্যে পৌঁছে দেওয়ার ব্যবস্থা করে সংস্থা।


Soumita

আমি সৌমিতা। বিগত ৩ বছর ধরে কর্মরত ডিজিটাল সংবাদমাধ্যমে। রাজনীতি থেকে শুরু করে ভ্রমণ, ভাইরাল তথ্য থেকে শুরু করে বিনোদন, পাঠকের কাছে নির্ভুল খবর পৌঁছে দেওয়াই আমার একমাত্র লক্ষ্য।

সম্পর্কিত খবর