চারিদিকে আগুনের লেলিহান শিখা! ৭২ জন যাত্রীকে নিয়ে নেপালে ভেঙে পড়ল বিমান

বাংলা হান্ট ডেস্ক : ভয়াবহ বিমান দুর্ঘটনার সাক্ষী থাকল নেপাল (Plane Crash In Nepal)। সে দেশের পোখরাতে রবিবার সকালে ভেঙে পড়ে যাত্রীবাহী বিমান। ইয়েতি এয়ারলাইন্সের ৭২ আসনের ওই বিমান নেপালের রাজধানী কাঠমান্ডু থেকে পোখরা আসছিল। সেই আসার পথেই পুরনো বিমানবন্দর এবং পোখরা আন্তর্জাতিক বিমানবন্দরের মধ্যে তা ভেঙে পড়েছে বলে জানায় ইয়েতি এয়ারলাইন্সের মুখপাত্র সুদর্শন বারতাউলা।

কাসকি জেলার পোখরা এলাকাতেই এই দুর্ঘটনা বলে জানা গিয়েছে। এয়ারলাইন্স সূত্রে জানা গিয়েছে, দুর্ঘটনার কবলে পড়া ওই বিমানে ৬৮ জন যাত্রী ও ৪ জন কেবিন ক্রু ছিলেন। দুর্ঘটনার বেশ কিছু ছবি ইতিমধ্যই ছড়িয়ে পড়েছে সোশ্যাল মিডিয়ায়। সেখানে দেখা যাচ্ছে, বিমানটি যেখানে পড়ে আছে সেখানে আগুন জ্বলছে। এবং আশপাশ কালো ধোঁয়ায় ঢেকে গিয়েছে। দুর্ঘটনার খবর পাওয়ার পর উদ্ধারকারী দল পৌঁছে গিয়েছে দুর্ঘটনাস্থলে। তাঁরা উদ্ধার কাজে ইতিমধ্যেই শুরু করেছে বলে নেপালের সংবাদমাধ্যম সূত্রে জানা গিয়েছে। তবে হতাহতের ব্যাপারে এখনও কিছু জানা যায়নি।

nepal 2

কয়েক মাস আগেই একই রকম ঘটনা ঘটে নেপালে। সেবার উড়ানের পরই যাত্রীসমেত নিখোঁজ হয়ে যায়। শেষ পর্যন্ত নেপালে (Nepal Plane Crash) নিখোঁজ বিমানের ধ্বংসাবশেষ পাওয়া যায় (Plane Debris)। মুস্তাঙ্গের লার্জুঙ্গে খোঁজ মেলে তারা এয়ারের বিমানের ধ্বংসাবশেষ। আবহাওয়া খারাপ থাকায় উদ্ধারকাজে পাঠানো যায়নি হেলিকপ্টার। দুর্ঘটনাস্থলে পাঠানো হয় পুলিশের উদ্ধারকারী দল।

চার ভারতীয়-সহ বিমানের ২২ জন আরোহীরই প্রাণহানির আশঙ্কা করা হয়। বিমানটিতে ৩ জন জাপানের নাগরিকও ছিলেন। পোখরা থেকে জমসম যাওয়ার পথে নিখোঁজ হয়ে যায় বিমানটি।  শেষবার বিমানটিকে দেখা যায় জমসমের আকাশে। বিমানটি ধৌলাগিরি পর্বতের দিকে অভিমুখ বদল করে। তারপরই যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায় বিমানটির সঙ্গে।

Sudipto

সম্পর্কিত খবর