ভারতীয় জওয়ানদের জল-খাবারে বিষ!

বাংলা হান্ট ডেস্কঃ হাতে না মেরে এবার পাতে মারার পরিকল্পনা চলছে। ভারতীয় জওয়ানদের  জন্য যে জল ও খাবার সরবরাহ হয়, তাতে বিষ মেশানোর ছক কষছে জঙ্গীরা। গোয়েন্দা সূত্রে এমন তথ্য পেয়ে চূড়ান্ত সতর্কতা জারি করা হয়েছে ভারতীয় সেনাবাহিনীতে। নেপাল থেকে জঙ্গিদের ভারতে প্রবেশের খবর রয়েছে।  এবার কোনও হামলার ছক নয়, একেবারে খাবারের সঙ্গে বিষ মিশিয়ে দেওয়ার পরিকল্পনা করা হয়েছে বলে গোয়েন্দা সূত্রে খবর।

food for army

যে পাইপ দিয়ে সেনা ছাউনিতে জল প্রবেশ করে, সেই পাইপের মধ্যে বিষ দিয়ে দিলেই পুরো জল বিষাক্ত হয়ে যাবে। সেই ফাঁদ পাতার চেষ্টা করছে পাক মদতপুষ্ট জঙ্গিরা। কোনও সুযোগে জল এবং  সেনাদের সরবরাহ করা খাবারে যদি বিষ মেশাতে পারে, একসঙ্গে বহু সেনাবাহিনীর হত্যা করা যাবে বিনা লড়াইয়ে, সেই ছকই কষছে জঙ্গিরা।

গোয়ন্দা সূত্রে এমন খবর পেয়ে সবরকমভাবে প্রস্তুতি নিচ্ছে ভারতীয় সেনা-জওয়ানরা। জঙ্গিদের উপর কড়া নজরদারি রাখছে জওয়ানরা। ভারত-পাক সীমান্তে সে কারণে নজরদারি আরও বাড়ানো হয়েছে। শীতের মরসুমে  বরফাবৃত কাশ্মীর। এই সুযোগকে কাজে লাগিয়ে ভারতে ক্রমাগত অনুপ্রবেশের চেষ্টা করছে পাক মদত পুষ্ট জঙ্গিরা।

কাশ্মীরে ৩৭০ ধারা রদের পর থেকেই পরিস্থিতি উত্তপ্ত হয়ে রয়েছে সেখানে। কাশ্মীরের বিভিন্ন এলাকায় কার্ফু জারি ছিল, ইন্টারনেট, কেবল টিভির সম্প্রচার বন্ধ করে দিয়ে আন্দোলন-বিক্ষোভ দমনে ব্যবস্থা নেওয়া হয়েছিল প্রশাসনের তরফে৷ পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে কাশ্মীরে সব রাজনৈতিক দলের মিটিং-মিছিলেও নিষেধাজ্ঞা জারি করে প্রশাসন৷ তারপর আস্তে আস্তে কাশ্মীর পরিস্থিতি স্বাভাবিক হলেও সীমান্তে লাগাতার হামলা চলছেই। এবার  হামলার সঙ্গে যুক্ত হচ্ছে নতুন ছক। জওয়ানদের হত্যা করার জন্য নতুন কিছু ফন্দি আঁটছে জঙ্গির জল।

 

সম্পর্কিত খবর