এবার রাম জন্মভূমিতেই পলিথিনে প্রসাদ দেওয়া নিষিদ্ধ করলেন যোগী আদিত্যনাথ!

উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ শুধু একজন রাজ নেতা নন, একই সাথে উনি একজন যোগী পুরুষ। শুদ্ধতা ও পবিত্রতার উপর যোগী আদিত্যনাথের দৃষ্টি খুবই দৃঢ় থাকে। আর এর প্রমান আরো একবার মিলল অযোধ্যা রামজন্মভূমি থেকে। আসলে অযোধ্যায় রামজন্মভূমি পরিদর্শন করার পর মুখ্যমন্ত্রী অসন্তোষ প্রকাশ করেন। কারণ এই যে, সেখানে প্রভুর প্রসাদ দেওয়ার কাজে পলিথিন ব্যাবহার করা হচ্ছিল। এমনিতে প্রসাদ দেওয়ার কাজে পবিত্র বস্তু ব্যাবহার করার নিয়ম বিধি রয়েছে। কিন্তু তা অগ্রাহ্য করে প্রসাদ পলিথিনে দেওয়া হচ্ছিল, এর উপর অসন্তোষ প্রকাশ করেছিলেন মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ।

images 2019 10 31T223535.678

 

এখন প্রশাসন অযোধ্যা রামজন্মভূমি প্রাঙ্গণে পলিথি ব্যাবহার নিষিদ্ধ করেছে। এমনিতেও কেন্দ্রের মোদী সরকার দেশ থেকে পলিথিন ব্যাবহার বন্ধ করতে দুর্দান্ত পদক্ষেপ নিচ্ছে। যার জন্য রাজ্য সরকারগুলির কাছেও সহযোগিতা চাওয়া হয়েছে। ২৭ শে অক্টোবর মুখ্যমন্ত্রী রামজন্মভূমি দর্শনে গেছিলেন। সেখানে দেখেন সেখানে সমস্ত পলিথিন সেখানে পড়ে আছে। যার পরে তিনি অসন্তুষ্টি প্রকাশ করে বলেছিলেন যে যখন পুরো দেশে পলিথিন নিষিদ্ধ হচ্ছে তখন এখানে কেন কোনও বাধা নেই!

শ্রী রাম জন্মভূমির প্রধান পুরোহিত আচার্য সত্যেন্দ্র দাস বলেছেন যে সুরক্ষার কারণে নানা নিষেধাজ্ঞা লাগানো হয়েছে। তবে পলিথিন নিষিদ্ধ করে সরকার একটা বড়ো ও প্রশংসনীয় পদক্ষেপ নিয়েছে। প্রসাদ বিতরণ এর জন্য সাম্যান অসুবিধা হচ্ছে তবে শীঘ্রই এর বিকল্প বের করা হবে। বিশ্ব হিন্দু পরিষদও এই সিদ্ধান্ত এর প্রশংসা করে পলিথিনে বিকল্প বের করার দাবি জানিয়েছে।

সম্পর্কিত খবর