বাংলাহান্ট ডেস্ক : এ দুনিয়ায় সবই সম্ভব। ইচ্ছে থাকলেই উপায় হয়। এবার সে কথাই প্রমাণ করে দিলেন তামিলনাড়ুর পিতা-পুত্র জুটি। ফেলে দেওয়া প্লাস্টিকের বোতল (Pastic Bottle Recycle) দিয়েই কার্যত সোনা ফলালেন তারা। পিতা পুত্রের জুটিকে কুর্নিশ জানিয়েছেন খোদ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (Narendra Modi)।
প্লাস্টিক দূষণ নিয়ে বিশ্বজুড়ে বাড়ছে উদ্বেগ। ইতিমধ্যেই সরকারের পক্ষ থেকে এই দূষণ কমানোর নানান রকম উপায় খুঁজে বের করা শুরু হয়েছে। আর এই পরিস্থিতিতেই ফেলে দেওয়া প্লাস্টিকের বর্জ্য পদার্থ দিয়ে সোনা তৈরি করে ফেললেন তামিলনাড়ুর বাসিন্দা কে শঙ্কর এবং সেন্থিল শঙ্কর।
পিতা পুত্র মিলেই খুলে ফেলেছেন ‘শ্রী রেঙ্গা পলিমার’ নামক একটি কোম্পানি। ফেলে দেওয়া প্লাস্টিকের বোতল রিসাইকেল করেই পুনর্ব্যবহারযোগ্য এবং টেকসই টেক্সটাইলে রূপান্তরিত করেছে এই কোম্পানি। রিপোর্ট অনুযায়ী, এই কোম্পানির বার্ষিক টার্নওভার ১০০ কোটি টাকা।
কে শঙ্কর একজন আইআইটি ইয়ান। বিশ্বের বিভিন্ন প্রান্তে সি লেভেল কাজের অভিজ্ঞতা রয়েছে তাঁর। এমনকি ২০১৮ সালে সেরা উদ্যোক্তার পুরস্কার পেয়েছেন তিনি। একটা সময় তিনি কাজ করেছেন কারুর (CII) চেয়ারম্যান এবং নেটিভ লিডের চেয়ারম্যান হিসেবেও।
অন্যদিকে তাঁর ছেলে সেন্থিল শঙ্কর ভেলোর ইনস্টিটিউট অফ টেকনোলজিতে মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং নিয়ে পড়াশোনা করেছেন। বাবার পাশাপাশি ব্যবসার দায়িত্ব তিনি তুলে নিয়েছেন নিজের কাঁধে।
ফেলে দেওয়া প্লাস্টিকের বোতলকে পুনর্ব্যবহার করা এবং সেগুলি থেকে টেকসই টেক্সটাইল তৈরি করাই হলো ‘শ্রী রেঙ্গা পলিমার’ কোম্পানির কাজ। পলিমার ব্যবসা ছাড়া পিতা পুত্রে রয়েছে টেকসই ফ্যাশন পোশাক ব্রান্ড ইকোলাইন। জানলে অবাক হবেন, এই কোম্পানিতে ফেলে দেওয়া প্লাস্টিকের বোতল ব্যবহার করে জ্যাকেট, ব্লেজার, টি শার্ট এমনকি ট্রাউজার তৈরি করা হয়।
২০২৩ সালে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি সংসদে এই কোম্পানির জ্যাকেট পড়েছিলেন। এমনকি জাপানের হিরোসিমায় G7 সম্মেলনে যখন প্রধানমন্ত্রী উপস্থিত হয়েছিলেন তখনও তিনি পড়েছিলেন ইকোলাইন জ্যাকেট।