তহবিলে নেই টাকা, হুগলিতে বন্ধ প্লাস্টিক বর্জ্য দিয়ে রাস্তা তৈরির কাজ

বাংলাহান্ট ডেস্ক : পূর্ব বর্ধমানের রায়না-২ ব্লকের উচালনে প্লাস্টিক বর্জ্য দিয়ে তৈরি নীল রাস্তা (Plastic Road) সবার নজর কেড়েছে। সামাজিক মাধ্যমে ইতিমধ্যেই ভাইরাল হয়েছে সেই রাস্তার ছবি। হুগলির প্রশাসনিক কর্তারাও সেই রাস্তা তৈরি করতে ইচ্ছুক। কিন্তু সেখানে বাধা হয়ে দাঁড়িয়েছে তহবিল। ফলে বর্তমানে আরামবাগ ব্লকে এই ধরনের নতুন কোনো রাস্তা তৈরি হচ্ছে না।

আরামবাগ ব্লক প্রশাসন ২০২১ সালের ৫ জুন ‘পরিবেশ দিবসের’ দিন প্লাস্টিক বর্জ্য দিয়ে পরীক্ষামূলক ভাবে রাস্তা তৈরীর কাজ শুরু করে। আর তারপরেই এলাকার বিভিন্ন প্রান্ত থেকে শুরু করে রাজ্যজুড়ে চর্চা শুরু হয়। ওই প্রযুক্তির তিনটি ভিন্ন রাস্তা এখনো অব্দি নির্মাণ হয়েছে। তবে সেগুলি রায়নার মতো নীল রঙের নয়, দেখতে সাধারণ কালো পিচ রাস্তার মতোই।

এই ব্যাপারে ব্লক আধিকারিকেরা বলেছেন, ১০০ দিনের প্রকল্পের টাকার তহবিলের (Fund) মাধ্যমে ওই রাস্তা হয়েছিল। কিন্তু বর্তমানে বন্ধ রয়েছে ১০০ দিনের কাজ। এরফলে তহবিলের টান পড়েছে। খানাকুল ১ ব্লকের বিডিও শান্তনু চক্রবর্তী বলেছেন, “আরামবাগে সাফল্য পাওয়ার পর আমরা প্রস্তুতি নিতে শুরু করেছিলাম। কিন্তু ১০০ দিনের প্রকল্প বন্ধ হয়ে যাওয়ায় আর সম্ভব হয়নি।”

অন্যান্য কয়েকটি ব্লকের বিডিওরা জানাচ্ছেন, ১০০ দিনের প্রকল্প ছাড়াও ওই কাজ করা যেতে পারে সংশ্লিষ্ট পঞ্চায়েত পঞ্চদশ অর্থ কমিশন বা নিজস্ব তহবিলে। কিন্তু অধিকাংশ পঞ্চায়েতের তহবিলগুলি বেশ দুর্বল। আর যে কোনও কাজ নির্দিষ্ট সময়ের মধ্যে শেষ করতে হয় পঞ্চদশ কমিশনের ক্ষেত্রে। এছাড়াও সংশ্লিষ্ট পঞ্চায়েত এলাকা থেকে প্লাস্টিক সংগ্রহ করাও একটি সময় সাপেক্ষ ব্যাপার।

1685418847 plastic road

জেলা পরিষদের জেলা ইঞ্জিনিয়ার মহাজ্যোতি বিশ্বাস এই ব্যাপারে বলেছেন, “এখন পরীক্ষামূলক পর্যায়ে রয়েছে প্লাস্টিক বর্জ্য দিয়ে রাস্তা নির্মাণের কাজ। আমরা নজর রাখছি আরামবাগের রাস্তাগুলোতে। যে রাস্তা দিয়ে কম ভারের গাড়ি চলাচল করে সেখানে এই ধরনের রাস্তা নির্মাণের পরিকল্পনা রয়েছে।”

Soumita

আমি সৌমিতা। বিগত ৩ বছর ধরে কর্মরত ডিজিটাল সংবাদমাধ্যমে। রাজনীতি থেকে শুরু করে ভ্রমণ, ভাইরাল তথ্য থেকে শুরু করে বিনোদন, পাঠকের কাছে নির্ভুল খবর পৌঁছে দেওয়াই আমার একমাত্র লক্ষ্য।

সম্পর্কিত খবর