বাংলাহান্ট ডেস্কঃ করোনার জেরে গোটা ভারতেই রেল চলাচল বন্ধ রাখা হয়েছিল। ধীরে ধীরে আবারও পুরনো ছন্দে ফিরছে রেল পরিষেবা। তবে এরই মাঝে আবার রেল কর্তৃপক্ষ প্ল্যাটফর্ম টিকিটের দাম (platform ticket price) বাড়ানোর সিদ্ধান্ত নিল, তাও আবার একলাফে ৫ গুণ।
প্রায় ৩২০ দিন বন্ধ থাকার পর আবারও ১ লা ফেব্রুয়ারি থেকে মুম্বাইয়ে ট্রেন চলাচল শুরু হয়েছে। প্রতিদিন প্রায় ৩ লক্ষ মানুষ ট্রেনে চড়ে নিজের গন্তব্য স্থলের দিকে যাচ্ছেন। কিন্তু এরই মধ্যে আবার ফেব্রুয়ারির দ্বিতীয় সপ্তাহ থেকে মুম্বাইয়ে আবারও বাড়তে শুরু করেছে করোনা সংক্রমণের পরিমাণ। সেইদিকটা বিচার করেই এমন সিদ্ধান্ত নিয়েছে রেল কর্তৃপক্ষ।
মুম্বই মেট্রোপলিটন রিজিওনের বেশ কিছু স্টেশনে প্ল্যাটফর্ম টিকিটের দাম ১০ টাকা থেকে বাড়িয়ে করা হল ৫০ টাকা। সিআরপি-র জনসংযোগ আধিকারিক অর্থাৎ পিআর ডিপার্টমেন্টের এক আধিকারিক জানিয়েছেন, করোনা সংক্রমণ বৃদ্ধি পাওয়ায় গরমের মধ্যে প্ল্যাটফর্মে ভিড় এড়াতে, মানুষের সংখ্যা কমাতে এমন সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
তিনি আরও জানিয়েছেন, মুম্বাইয়ের ছত্রপতি শিবাজি মহারাজ টার্মিনাস, দাদার ও লোকমান্য তিলক টার্মিনাসে প্লাটফর্মের ক্ষেত্রে এই প্ল্যাটফর্ম টিকিটের দাম বৃদ্ধি করা হয়েছে। ১ লা মার্চ থেকে এই নতুন নিয়ম চালু হয়ে গিয়েছে এবং জারি থাকবে আগামী ১৫ ই জুন অবধি।
এই খবর শুনে বর্তমানে যাত্রীদের আশঙ্কা হচ্ছে- এখন ভাড়া বাড়ানো হলেও, পরবর্তীতে এই ভাড়া কমানো হবে তো? একদিকে যেমন এই প্ল্যাটফর্ম টিকিটের ভাড়া বৃদ্ধি করা হচ্ছে, তেমন অন্যদিকে স্বল্প দূরত্বের কিছু টিকিটের দামও বাড়ানো হয়েছে।