উৎসবের মধ্যেই ঝটকা! একাধিক স্টেশনে প্ল্যাটফর্ম টিকিটের দাম কয়েক গুণ বাড়াল রেল

বাংলাহান্ট ডেস্ক : উৎসবের মরসুমে রেলওয়ে স্টেশনগুলিতে ভিড় কমানোর জন্য, পশ্চিম রেলওয়ে অক্টোবরের শেষ পর্যন্ত মুম্বাই সেন্ট্রাল ডিভিশনের তরফ থেকে মনোনীত কয়েকটি রেলস্টেশনে প্ল্যাটফর্ম টিকিটের দাম বাড়িয়েছে। 10 টাকা থেকে এই ভাড়া 50 টাকা করা হয়েছে। মুম্বাই সেন্ট্রাল, দাদর, বোরিভালি, বান্দ্রা টার্মিনাস, ভাপি, ভালসাদ, উধনা রেলওয়ে প্রাঙ্গনে যাত্রীদের সংখ্যা নিয়ন্ত্রণ করতে প্ল্যাটফর্ম টিকিটের দাম বৃদ্ধির বন্দোবস্ত করা হয়েছে।

পশ্চিম রেলওয়ে এএনআই-এর মাধ্যমে জানিয়েছে, “রেলওয়ে স্টেশনগুলিতে উৎসব মরসুমের ভিড় এড়াতে এবং রেলওয়ে প্রাঙ্গনে যাত্রী সংখ্যা নিয়ন্ত্রণ করার জন্য , পশ্চিম রেলওয়ের মুম্বাই সেন্ট্রাল ডিভিশনের কয়েকটি মনোনীত স্টেশনে 31 অক্টোবর পর্যন্ত প্ল্যাটফর্ম টিকিটের হার 10 টাকা থেকে বাড়িয়ে 50 টাকা করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।”

পাশাপাশি,পশ্চিম রেলওয়ে সাপ্তাহিক ফেস্টিভ্যাল স্পেশাল ট্রেন আহমেদাবাদ-অমৃতসর, আহমেদাবাদ-তিরুচ্চিরাপল্লি, মুম্বাই সেন্ট্রাল-মালদাটাউন, মুম্বাই সেন্ট্রাল-নয়া দিল্লি, ইন্দোর-পাটলিপুত্র, আহমেদাবাদ-পাটনা চালানোর সিদ্ধান্ত নিয়েছে। যাত্রীদের সুবিধার্থে ভালসাদ স্টেশনে কয়েকটি হলিডে স্পেশাল ট্রেনের অতিরিক্ত স্টপেজ দেওয়া হবে।

Train Luggage

পশ্চিম রেলওয়ে এক বিবৃতিতে বলেছে,“যাত্রীদের সুবিধার্থে এবং উৎসবের মরসুমে ভ্রমণের চাহিদা মেটাতে, পশ্চিম রেলওয়ে আহমেদাবাদ – অমৃতসর, আহমেদাবাদ তিরুচ্চিরাপল্লী, মুম্বাই সেন্ট্রাল মালদা টাউন, মুম্বাই সেন্ট্রাল – নতুনের মধ্যে বিশেষ ভাড়ায় সাপ্তাহিক ফেস্টিভাল স্পেশাল ট্রেন চালানোর সিদ্ধান্ত নিয়েছে৷”

Avatar
Soumita

আমি সৌমিতা। বিগত ৩ বছর ধরে কর্মরত ডিজিটাল সংবাদমাধ্যমে। রাজনীতি থেকে শুরু করে ভ্রমণ, ভাইরাল তথ্য থেকে শুরু করে বিনোদন, পাঠকের কাছে নির্ভুল খবর পৌঁছে দেওয়াই আমার একমাত্র লক্ষ্য।

সম্পর্কিত খবর