বাংলাহান্ট ডেস্ক : শহর জুড়ে ‘ডিজনিল্যান্ড’। আজ্ঞে ঠিকই শুনেছেন। এবার শহরে মিলবে খোঁজ ডিজনিল্যান্ড এর। তবে কেমন সেই ডিজনিল্যান্ড? কারা থাকে সেখানে? কতটা আশ্চর্য সেই জগৎ? এই সব কিছুর উত্তর মিলবে আগামী ২১শে সেপ্টেম্বর।আসলে বিগত বেশ কয়েক বছর ধরে কলকাতা রমরমা নাট্য জগতে এক পরিচিত নাম।
তাদের পরিচালনায় একাধিক নাটক মঞ্চস্থ হয়েছে কলকাতার বিভিন্ন মঞ্চে। এই নাটকগুলির মধ্যে অন্যতম একটি নাটক ‘ডিজনিল্যান্ড।’ ফের একবার কলকাতার মঞ্চে মঞ্চস্থ হতে চলেছে এই নাটক। ডিজনিল্যান্ড নাটকটি প্রথমবারের জন্য উপস্থাপিত হয় গত বছর। এরপর নাটকটি একাধিকবার মঞ্চস্থ হয়েছে কলকাতার একাধিক মঞ্চে। ডিজিনল্যান্ড নাটকটির নাট্যকার ও পরিচালক কন্যকা।
কলকাতা রমরমার হাত ধরে আজ থেকে প্রায় আট বছর আগে কন্যকার পরিচালনায় মঞ্চস্থ হয়েছিল ‘আস্তানা।’ সেই নাটকটি এখনো নাট্য প্রেমীদের মনে উজ্জ্বল জায়গায় স্থান করে রয়েছে। এরপর কন্যকার ক্ষুরধার কলম ও সুযোগ্য পরিচালনায় মঞ্চস্থ হয় ‘ডিজনিল্যান্ড।’ মায়ায় ভরা এই নাটক মনে গেঁথে যায় নাট্য প্রেমীদের। পঞ্চম বারের জন্য আগামী ২১শে সেপ্টেম্বর ফের একবার কলকাতায় মঞ্চস্থ হতে চলেছে ‘ডিজনিল্যান্ড।’
আরোও পড়ুন : অল্প খরচে দুর্দান্ত ভ্রমণ, পুজোয় ঘুরে আসুন এই বস্তি থেকে! জুড়িয়ে যাবে মন প্রাণ
রবীন্দ্র সদনে আগামী ২১শে সেপ্টেম্বর কলকাতা রমরমা প্রযোজিত ‘ডিজনিল্যান্ড’ নাটকটি মঞ্চস্থ হবে সন্ধ্যা ৬টা থেকে। মঞ্চসজ্জা থেকে আবহ, সংগীত থেকে কলাকুশলীদের অভিনয়, এর আগে ডিজনিল্যান্ড যতবার মঞ্চস্থ হয়েছে, ততবারই জয় করে নিয়েছে দর্শকের হৃদয়। কন্যকা পরিচালিত এই নাটকটির সংগীত ও আবহ সংগীতের দায়িত্বে রয়েছেন তিমির বিশ্বাস।
অম্বরিশ দাসের মঞ্চ নির্মাণ, সুরজিৎ পালের মেকআপ, সব্যসাচী পালের ধ্বনি প্রেক্ষাপণ ও সাধন পারুইয়ে আলোর মায়ায় একবার ফের হাজির হতে চলেছে ‘ডিজনিল্যান্ড।’ আগামী ২১শে সেপ্টেম্বর স্বপ্নের নগরী গড়তে আসছেন অয়ন, সপ্তক, কন্যকা, শিলাদিত্য, জিৎ, ঋতম, প্রণীত, কুন্দন, শ্রীজিৎ, জয়, শুভব্রত, প্রদ্যুম্ন, তন্ময়, কৌশিকী, আয়ুশ, কৌস্তভ, শ্রীজিৎ, শুভ, রাজন্যা , সমরাজ ও ঋদ্ধিরাজরা।