কিছু তারকার কোটিপতি হওয়ার দিনে অবিক্রিত অশ্বিন, কুলদীপরা! রইলো IPL নিলামে ভাগ্যহীনদের তালিকা

বাংলা হান্ট নিউজ ডেস্কঃ আসন্ন আইপিএলের(IPL 2024) আগে অনুষ্ঠিত হওয়া নিলামে (IPL Auction) দেখা গেল বেশ কয়েকটা চমক। বিশ্বকাপ (2023 ODI World Cup) জয়ের পর অস্ট্রেলিয়ার দুই তারকা পেস বোলার প্যাট কামিন্স (Pat Cummins), মিচেল স্টার্ক (Mitchell Starc) ২০ কোটিরও বেশি মূল্যে বিক্রীত হয়ে ইতিহাস তৈরী করলেন। অপরদিকে অবিক্রিত থাকলেন অশ্বিন(Murugan Ashwin), সরফরাজ (Sarfaraz Khan), কুলদীপ সেন (Kuldeep Sen), স্টিভ স্মিথের (Steve Smith) মতো তারকারা, যাদের এর আগে একাধিক আইপিএল ম্যাচ খেলার অভিজ্ঞতাও রয়েছে।

সমীর রিজভি, কুমার কুশাগ্রর মতো অনভিজ্ঞ অথচ প্রতিভাবান তরুণরা যেখানে কোটি টাকার মূল্যে দল পেলেন সেখানে কুলদীপ সেনের মতো ফাস্ট বোলার, যিনি আনক্যাপড হলেও ঘরোয়া ক্রিকেটে পরিচিত মুখ এবং ২০২১ থেকেই আইপিএল খেলছিলেন, তিনি দল না পাওয়ায় অনেকেরই হতাশ। এর আগে রাজস্থান রয়্যালসের হয়ে খেলেছিলেন তিনি। কিন্তু তাঁকে রিলিজ করে দিয়েছিল মরু শহরের ফ্র্যাঞ্চাইজি। তিনি এবার দল পাননি। ঠিক একইরকম ভাবে ঘরোয়া ক্রিকেটে অসাধারণ পারফরম্যান্স করা এবং অতীতে আইপিএলে সাফল্য পাওয়া সরফরাজ খানও রইলেন দলহীন।

একইরকম ভাবে কয়েক বছর আগে ভবিষ্যতের সম্পদ আখ্যা পাওয়া মুরুগান অশ্বিন, আইপিএলে ৫টি মোটামুটি সাফল্যের সঙ্গে খেলার পরেও পেলেন না দল। আইপিএলে অধিনায়কত্বেরও অভিজ্ঞতা থাকা স্টিভ স্মিথ, কিছুদিন আগে টি-টোয়েন্টি ফরম্যাটে ভারতের বিরুদ্ধে শতরান করা অজি তারকা জস ইংলিশ, সদ্য ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে শতরান করা ফিলিপ সল্টের মতো তারকারাও থাকলেন অবিক্রিত। এক নজরে দেখে নেওয়া যাক কারা এই মিনি অকশনে নিজেদের কোনও ঠিকানা জোগাড় করতে পারেননি।

আরও পড়ুন: অবশেষে এক টাইগারকে কিনলো ধোনির CSK, বাংলাদেশের তারকা ছাড়া IPL অসম্ভব! খুশিতে দাবি ভক্তদের

আইপিএল মিনি অকশনে অবিক্রিতদের তালিকা:
● ইশ সোধি (ভিত্তি মূল্য: ৭৫ লক্ষ )
● কুশল মেন্ডিস (ভিত্তি মূল্য: ৫০ লক্ষ)
● জস হ্যাজেলউড (ভিত্তি মূল্য: ২ কোটি)
● আদিল রশিদ (ভিত্তি মূল্য: ২ কোটি)
● আকিল হোসেন (ভিত্তি মূল্য: ৫০ লক্ষ)
● তাব্রিজ শামসি (ভিত্তি মূল্য: ৫০ লক্ষ)
● প্রিয়াংশ আর্য (ভিত্তি মূল্য: ২০ লক্ষ )
● মনন ভোহরা (ভিত্তি মূল্য: ২০ লক্ষ)
● সরফরাজ খান (ভিত্তি মূল্য: ২০ লক্ষ)
● রাজা বাওয়া (ভিত্তি মূল্য: ২০ লক্ষ)
● অতীত শেঠ (ভিত্তি মূল্য: ২০ লক্ষ)
● ঋত্বিক শোখিন (ভিত্তি মূল্য: ২০ লক্ষ )
● করুণ নায়ার (ভিত্তি মূল্য: ৫০ লক্ষ)
● স্টিভ স্মিথ (ভিত্তি মূল্য: ২ কোটি)
● ফিলিপ সল্ট (ভিত্তি মূল্য: ১.৫ কোটি)
● জস ইংলিশ (ভিত্তি মূল্য: ২ কোটি)
● উর্বিল প্যাটেল (ভিত্তি মূল্য: ২০ লক্ষ )
● ওয়াকার সালামখেল (ভিত্তি মূল্য: ৫০ লক্ষ)
● কলিন মুনরো (ভিত্তি মূল্য: ১.৫ কোটি)
● বিষ্ণু সোলাঙ্কি (ভিত্তি মূল্য: ২০ লক্ষ )
● জেমস নিশাম (ভিত্তি মূল্য: ১.৫ কোটি)
● কুলদীপ সেন (ভিত্তি মূল্য: ২০ লক্ষ )
● ঈশান পোড়েল (ভিত্তি মূল্য: ২০ লক্ষ )
● রোহন কুনম্মেল (ভিত্তি মূল্য: ২০ লক্ষ )
● শিবা সিং (ভিত্তি মূল্য: ২০ লক্ষ )
● মুরুগান অশ্বিন (ভিত্তি মূল্য: ২০ লক্ষ )
● রাসি ভ্যান দার ডুসেন (ভিত্তি মূল্য: ২ কোটি)
● কোয়েইস আহমেদ (ভিত্তি মূল্য: ৫০ লক্ষ)
● মিচেল ব্রেসওয়েল (ভিত্তি মূল্য: ১ কোটি)
● কিমো পল (ভিত্তি মূল্য: ৭৫ লক্ষ)
● ওডিয়ান স্মিথ (ভিত্তি মূল্য: ৫০ লক্ষ)
● দুষ্মন্ত চামিরা (ভিত্তি মূল্য: ৫০ লক্ষ)
● পুলকীত নারং (ভিত্তি মূল্য: ২০ লক্ষ )
● ফিন এলেন (ভিত্তি মূল্য: ৭৫ লক্ষ )
● ভিভ্রান্ত শর্মা (ভিত্তি মূল্য: ২০ লক্ষ)

 

Reetabrata Deb

সম্পর্কিত খবর