T20 বিশ্বকাপের আগে চিন্তা বাড়ছে ভারতের, পুরোপুরি ফ্লপ দলের বেশ কিছু তারকা

বাংলা হান্ট ডেস্কঃ আগামী মাসেই শুরু হতে চলেছে টি-টোয়েন্টি বিশ্বকাপ, যার জন্য ইতিমধ্যেই দল ঘোষনা করেছে বিসিসিআই। এবার ভারতীয় দলে একদিকে যেমন সুযোগ দেওয়া হয়েছে বেশ কিছু অভিজ্ঞ খেলোয়াড়দের তেমনি পাশাপাশি সুযোগ পেয়েছেন বেশ কিছু তরুণ ক্রিকেটারও। তাদের মধ্যে একদিকে যেমন রয়েছেন ইশান কিশান , সূর্যকুমার যাদবদের মত খেলোয়াড়রা তেমনি আবার রয়েছেন বরুন চক্রবর্তীর মত খেলোয়াড়রাও।

এদের প্রত্যেকেই এখন আরব আমির শাহীতে রয়েছেন আইপিএলের জন্য। তবে ভারতের জন্য বেশ কিছু সুসংবাদের পাশাপশি বেশ কিছু আশঙ্কার কারনও দেখা দিয়েছে। আইপিএলে গত বছরের ফর্ম বজায় রেখে এবার শুরু থেকেই বল হাতে আগুন ঝরিয়েছেন বরুন, তবে অপর পক্ষে আবার মুম্বাই ইন্ডিয়ান্সের একাধিক খেলোয়াড় যারা বিশ্বকাপ দলে রয়েছেন এখনও পর্যন্ত আইপিএলে তারা চুড়ান্ত ফ্লপ । ইশান কিশান, সূর্যকুমার যাদব বা হার্দিক পান্ডেয়া এখণও পর্যন্ত , অন্যদিকে বুমরাহের রান খরচের হারও বেশ বেশি। একইসঙ্গে সেভাবে রান পাননি রোহিতও।

আবার এমন অনেকেই রয়েছেন যারা ভারতীয় বিশ্বকাপ দলে সুযোগ পাননি ঠিকই কিন্তু আইপিএলে তারা আপাতত রয়েছেন দুরন্ত ফর্মে, এদের মধ্যে একদিকে যেমন নাম নিতে হবে শিখর ধাওয়ানের, তেমনি অন্যদিকে উঠে আসে শ্রেয়াস আইয়ার , শার্দুল ঠাকুর এবং দীপক চাহারের নামও। যদিও আইপিএলের দ্বিতীয় লেগ এখন সবে শুরু হয়েছে এত দ্রুত খেলোয়াড়দের ফর্ম বিচার করা সম্ভব নয়। তবু শিখর শ্রেয়াসরা যে নির্বাচকদের দল নির্বাচনকে প্রশ্নের মুখে ফেলতে পারেন তা বলাই বাহুল্য।

IMG 20210905 160206

বিশ্বকাপে ভারতের প্রথম ম্যাচ রয়েছে ২৪ অক্টোবর, সেদিন চির প্রতিদ্বন্দ্বী পাকিস্তানের মুখোমুখি হতে চলেছে বিরাট বাহিনী। সেই ম্যাচ জিতে একদিকে যেমন জয়ের ধারা বজায় রাখতে চাইবে ভারত তেমনি মরিয়া কামড় দিতে চাইবে বাবররাও।তবে তার আগে আইপিএলে খেলোয়াড়দেরফর্ম বিশ্বকাপ দলে কোন বড় পরিবর্তন ঘটিয়ে দেয় কিনা সেদিকেই নজর থাকবে সকলের।

Abhirup Das

সম্পর্কিত খবর