ওয়েস্ট ইন্ডিজের নুতন প্রতিভা রাখিম কর্ণওয়াল। এই দিন যেন এনাকেই দেখতেই স্টেডিয়ামে ভীড় জমিয়েছিল দর্শকরা। এইদিন ম্যাচ শুরুর আগে থেকেই ইনি ছিলেন বেশ চর্চিত কারণ এনার উচ্চতা হল 6 ফুট এবং ওজনে ইনি 140 কেজি। আর এমন দীর্ঘদেহী ক্রিকেটার কেমন ভাবে টেষ্ট ক্রিকেটে নিজেকে মানিয়ে নেই এটা দেখতেই মূলত ভিড় জমেছিল সাবাইনা পার্ক স্টেডিয়ামে। আর নিজের অভিষেক ম্যাচেই দীর্ঘ দেহী রাখিম কর্ণওয়াল দিলেন তার প্রতিভার প্রমান। উনি বল হাতে দেখালেন দুর্দান্ত পারফরম্যান্স চেতেশ্বর পূজারার মত একজন প্রতিভাবান টেষ্ট স্পেসালিষ্ট ব্যাটসম্যানের উইকেট তুলে নিলেন সেই সাথে করলেন দারুন ফিল্ডিং। নিলেন দুটি দুর্দান্ত ক্যাচ।
ওয়েস্ট ইন্ডিজের ক্যাপ্টেন জেসন হোল্ডার ভারতের বিরুদ্ধে চাপ সৃষ্টি করার জন্য টসে জিতে ফিল্ডিং নিয়েছিলেন। কিন্তু বল হাতে খুব একটা কার্যকর হলেন না ওয়েস্ট ইন্ডিজের বোলিং ইউনিট। দিনের শেষে ভারতের স্কোর 5 উইকেট হারিয়ে 264 রান। এখন ক্রিজে টিকে রয়েছেন ঋষব পান্থ এবং হনুমা বিহারী। তাদের সংগ্রহ যথাক্রমে 27 এবং 42 রান। প্রথম টেষ্টের মত এবারেও ওপেনার কে.এল রাহুল ফিরে গেলেন হতাশ করে, মাত্র 13 রান করে হোল্ডারের বলে ক্যাচ তুলে দিলেন স্লিপে দাঁড়িয়ে থাকা কর্নওয়ালের হাতে। এরপর পূজারার মত একজন অভিজ্ঞ ব্যাটসম্যান কর্নওয়ালের বলে আউট হয়ে ফিরে যান ড্রেসিংরুমে। আরেক ওপেনার মায়াঙ্ক এই ম্যাচে হাফসেঞ্চুরি করেছেন, অধিনায়ক বিরাট কোহলি করেছেন 76 রান।
তিন উইকেট হারিয়ে যখন ভারত বিরাট কোহলি এবং মায়াঙ্ক এর ব্যাটের উপর ভর করে বড় পার্টনারশিপের পথে এগোচ্ছিল সেই সময় হোল্ডারের বলে কর্নওয়ালের হাতে ক্যাচ তুলে আউট হয়ে ফিরে যান মায়াঙ্ক। সেই সময় মায়াঙ্কের ক্যাচ ধরে ভারতকে একটা ধাক্কা দেয় কর্নওয়াল। এরপর রাহানে এসে ভারতের রান কিছুটা এগিয়ে নিয়ে গেলেও চা পানের পরই মাত্র 24 রানে রাহানে ফিরে যান প্যাভিলিয়নে। রাখিম কর্ণওয়াল তার জীবনের প্রথম টেষ্ট ম্যাচে 69 রান দিয়ে একটি উইকেট তুলে নেন করেন 27 ওভার বল করে।