বাংলা হান্ট নিউজ ডেস্কঃ ধুমধাম করে এগিয়ে চলেছে আইপিএল ২০২৩ (IPL 2023)। ইতিমধ্যেই বেশ কিছু উত্তেজক ম্যাচ উপহার দিয়েছে টুর্নামেন্টটি। বেশ কিছু প্রতিভাবান ক্রিকেটার ইতিমধ্যেই নিজের প্রতিভার ঝলক দেখিয়েছেন। বেশ কিছু বড় নাম পারফরম্যান্সের মধ্যে দিয়ে নিজেদের সুনাম বজায় রেখেছেন। আমাদের আজকের প্রতিবেদনটি অবশ্য একটু আইপিএলের রেকর্ড সংক্রান্ত। এই প্রতিবেদনে উল্লেখ করা হবে সেই ক্রিকেটারদের নাম যারা আইপিএলের কোনও এক নির্দিষ্ট মরশুমে সবচেয়ে বেশি অর্ধশতরান করেছেন।
কেন উইলিয়ামসন: বর্তমান প্রজন্মের অন্যতম সেরা এই ব্যাটার আইপিএলে নিজের ছাপ ছেড়ে গিয়েছেন গভীরভাবে। ২০১৮ সালে ডেভিড ওয়ার্নারের অনুপস্থিতিতে তিনি সানরাইজার্স হায়দরাবাদ দলের অধিনায়ক হয়েছিলেন এবং নিজের সামনে থেকে নেতৃত্ব দিয়ে দলকে ফাইনাল অবধি তুলেছিলেন। সেই মরশুমে মোট আটবার অর্ধশতরানের গণ্ডি পেরিয়েছিলেন তিনি যা আইপিএলের ইতিহাসে পঞ্চম সর্বোচ্চ।
ক্রিস গেইল: আইপিএলের ইতিহাসের অন্যতম সেরা এই ক্রিকেটার ২০১২ সালে নিজের ফর্মের তুঙ্গে ছিলেন। আরছিবি কে আইপিএল জেতাতে না পারলেও সেবার তিনি ব্যাট হাতে মোট নয়বার অর্ধশতরানের গণ্ডি অতিক্রম করেছিলেন। যা আইপিএলের ইতিহাসে চতুর্থ সর্বোচ্চ।
ডেভিড ওয়ার্নার: তাকে আইপিএলের সবচেয়ে সফল বিদেশীদের মধ্যে একজন হিসেবে গণ্য করা হয়। ২০১৬ সালে তার নেতৃত্বে এবং দাপটে পারফরম্যান্সে ভর করে আইপিএল জিতেছিল সানরাইজার্স হায়দরাবাদ। সেই বছর যাবতীয় আলো বিরাট কোহলি কেড়ে নিলেও ওয়ার্নারের রেকর্ডও অগ্রাহ্য করার মতো ছিল না। মোট নয় বার তিনি অর্ধশতরানের কোনটি অতিক্রম করেছিলেন যা এই তালিকায় তৃতীয় স্থানে।
ডেভিড ওয়ার্নার: এই তালিকার দ্বিতীয় স্থানেও রয়েছেন অস্ট্রেলিয়ার তারকা ওপেনার। ২০১৯ সালে ব্যাট হাতে নিজের ২০১৬ সালের পারফরম্যান্স মনে করিয়ে দিয়েছিলেন তিনি। ক্রিকেট জগত থেকে এক বছরের নির্বাসন কাটিয়ে এসে তিনি ব্যাঠাতে ৬৯২ রান করার পাশাপাশি নয়বার অর্ধশতরানের গন্ডি পার করেছিলেন।
বিরাট কোহলি: ২০১৬ সালে তার নেতৃত্বে কি অসাধারণ পারফরম্যান্স করেছিল আরসিবি তা সকলেরই মনে আছে। সেই বছর বিরাট কোহলি গোটা মরশুম জুড়ে যা রান করেছিলেন তা আজও আইপিএল রেকর্ড। সেবার মোট ১১ বার অর্ধশতরানের গণ্ডি অতিক্রম করেছিলেন এবং বেশ কয়েকটি শতরানও পেয়েছিলেন বিরাট।