বাংলা হান্ট ডেস্ক: চ্যাম্পিয়ন্স ট্রফির আগে, রোহিত শর্মার নেতৃত্বাধীন টিম ইন্ডিয়া (India National Cricket Team) তার শেষ সিরিজের জন্য প্রস্তুতি নিচ্ছে। শুধু তাই নয়, চ্যাম্পিয়ন্স ট্রফির আগে ভারত ও ইংল্যান্ডের খেলোয়াড়দের কাছে তাঁদের প্রস্তুতি পরীক্ষা করারও সুযোগ রয়েছে এই সিরিজে। তাই, ভারত ও ইংল্যান্ডের মধ্যে তিন ম্যাচের ODI সিরিজ অত্যন্ত গুরুত্বপূর্ণ হিসেবে বিবেচিত হচ্ছে। প্রসঙ্গত উল্লেখ্য যে, আগামী ৬ ফেব্রুয়ারি নাগপুরে সম্পন্ন হবে এই সিরিজের প্রথম ম্যাচ। এমতাবস্থায়, প্রথম ODI-তে ভারতের প্লেয়িং ইলেভেন কেমন হতে পারে সেই বিষয়টি বর্তমান প্রতিবেদনে উপস্থাপিত করা হল।
কেমন হবে ভারতের (India National Cricket Team) প্লেয়িং ইলেভেন:
কেএল রাহুলের জন্য জায়গা পাওয়া কঠিন হবে: টিম ইন্ডিয়ার (India National Cricket Team) তরফে অধিনায়ক রোহিত শর্মা এবং শুভমান গিল ইংল্যান্ডের বিরুদ্ধে এবং চ্যাম্পিয়ন্স ট্রফিতে ওপেনিংয়ের দায়িত্ব সামলাবেন। যদিও যশস্বী জয়সওয়ালও দলে রয়েছেন। তবে তাঁকে ব্যাকআপ ওপেনার হিসাবে দলে অন্তর্ভুক্ত করা হয়েছে। তাই, প্রথম ম্যাচে যশস্বীর সুযোগ পাওয়ার সম্ভাবনা খুবই কম। এরপর তিন নম্বর স্থানটি দলের প্রাক্তন অধিনায়ক বিরাট কোহলির জন্য সংরক্ষিত রয়েছে।
এমতাবস্থায়, যদি আমরা চার নম্বরের কথা বলি, সেখানে খেলার জন্য দুই প্রতিযোগী রয়েছেন। কেএল রাহুল ও শ্রেয়স আইয়ারের মধ্যে একজনই সুযোগ পাবেন। মনে করা হচ্ছে, প্রথম ম্যাচে চার নম্বরে ব্যাট করতে আসবেন শ্রেয়স আইয়ার। এদিকে, দলে আছেন দুই উইকেটরক্ষক। কেএল রাহুল ও ঋষভ পন্থ। সেখানেও পন্থ জিততে পারেন। অর্থাৎ সামগ্রিকভাবে প্রথম ম্যাচে প্লেয়িং ইলেভেনে জায়গা পাওয়া কেএল রাহুলের পক্ষে খুবই কঠিন।
টিম ইন্ডিয়াতে অলরাউন্ডারদের বাহিনী: ভারতীয় দলে (India National Cricket Team) হার্দিক পাণ্ডিয়া, রবীন্দ্র জাদেজা এবং ওয়াশিংটন সুন্দরের মতো অলরাউন্ডার রয়েছেন। তাঁরা প্রত্যেকেই খেলতে পারেন। তাঁদের উপস্থিতির মাধ্যমে টিম ইন্ডিয়ার ব্যাটিং দীর্ঘতর হবে এবং প্রয়োজনে লোয়ার অর্ডার থেকেও রান পাওয়ার সম্ভাবনা থাকবে। এরপরে, যদি বোলিং আক্রমণের দিকে তাকানো হয় সেক্ষেত্রে দেখা যাবে যে, মহম্মদ শামি এবং কুলদীপ যাদব ছাড়াও অর্শদীপকে সিংকে সেখানে দেখা যেতে পারে। এদিকে, এই সিরিজের প্রথম দুই ম্যাচ খেলতে পারবেন না জসপপ্রীত বুমরাহ। এমন পরিস্থিতিতে আক্রমণের দায়িত্ব বাড়বে শামি ও অর্শদীপের।
আরও পড়ুন: IIM কলকাতা থেকে স্নাতক! হেলায় ছেড়েছেন ৩০ লক্ষের চাকরি, IAS হয়ে স্বপ্নপূরণ করলেন অভিনব
ইংল্যান্ডের বিরুদ্ধে প্রথম ODI-তে ভারতের সম্ভাব্য একাদশ: রোহিত শর্মা (অধিনায়ক), শুভমান গিল, বিরাট কোহলি, শ্রেয়াস আইয়ার, ঋষভ পন্থ (উইকেটরক্ষক), হার্দিক পাণ্ডিয়া, রবীন্দ্র জাদেজা, ওয়াশিংটন সুন্দর, কুলদীপ যাদব, অর্শদীপ সিং ও মহম্মদ শামি।
আরও পড়ুন: ট্রাম্পের একটি চালেই বাজিমাত ভারতের! খেল খতম “কাঙাল” পাকিস্তানের
ভারতীয় দল: রোহিত শর্মা, শুভমান গিল, বিরাট কোহলি, শ্রেয়াস আইয়ার, কেএল রাহুল, হার্দিক পাণ্ডিয়া, অক্ষর প্যাটেল, ওয়াশিংটন সুন্দর, কুলদীপ যাদব, যশস্বী জয়সওয়াল, ঋষভ পন্থ, রবীন্দ্র জাদেজা, হর্ষিত রানা, জসপ্রীত বুমরাহ, মহম্মদ শামি, অর্শদীপ সিং।