বাংলা হান্ট ডেস্ক: বর্ডার-গাভাস্কার ট্রফির পাঁচ ম্যাচের টেস্ট সিরিজের শেষ টেস্টটি সম্পন্ন হবে অস্ট্রেলিয়ার সিডনিতে। যেটি শুরু হবে আগামীকাল অর্থাৎ ৩ জানুয়ারি থেকে। টিম ইন্ডিয়ার (India National Cricket Team) জন্য এই টেস্টে জেতা খুবই গুরুত্বপূর্ণ। ওই টেস্ট ভারত জিতলে এই সিরিজটি ২-২ সমতায় ফিরবে এবং ভারতের জন্য WTC ফাইনালের আশা বাঁচিয়ে রাখবে।
কেমন হবে টিম ইন্ডিয়ার (India National Cricket Team) প্লেয়িং ইলেভেন:
এদিকে, পঞ্চম টেস্ট ম্যাচের জন্য ভারতীয় দলের (India National Cricket Team) প্লেয়িং ইলেভেন কেমন হবে সেটাই এখন আলোচনার কেন্দ্রবিন্দুতে রয়েছে। কারণ, ইতিমধ্যেই বিভিন্ন ধরণের রিপোর্ট সামনে আসছে। যেখানে দাবি করা হচ্ছে যে অধিনায়ক রোহিত শর্মা এবং ঋষভ পন্থ হয়তো দল থেকে বাদ পড়তে পারেন। এদিকে, আকাশ দীপ ইতিমধ্যেই চোটের কারণে মাঠের বাইরে চলে গেছেন। বিষয়টি নিশ্চিত করেছেন হেড কোচ গৌতম গম্ভীর নিজেই। এমন পরিস্থিতিতে কিছু পরিবর্তন অবশ্যই দেখা যেতে পারে।
REPORTS
Captain Rohit Sharma is likely to be dropped from the Playing XI for the fifth and final Test of the Border-Gavaskar Trophy 2024/25 in Sydney.
Shubman Gill is expected to replace the Indian opener.#CricketTwitter #AUSvIND pic.twitter.com/If5aD7zggt
— Sportskeeda (@Sportskeeda) January 2, 2025
সিডনি টেস্ট থেকে কি বাদ পড়বেন রোহিত শর্মা: জানিয়ে রাখি যে, বিভিন্ন রিপোর্টে দাবি করা হচ্ছে, অস্ট্রেলিয়ার বিরুদ্ধে চলতি টেস্ট সিরিজই হতে পারে রোহিত শর্মার কেরিয়ারের টেস্ট শেষ সিরিজ। রোহিত বেশ কিছুদিন ধরেই খারাপ ফর্মের মধ্য দিয়ে যাচ্ছেন এবং বর্তমান সিরিজেও তা অব্যাহত রয়েছে। এই সিরিজে তিনি এখনও পর্যন্ত ৫ টি ইনিংস খেলেছেন। যেখানে তিনি মাত্র ৩১ রান করেন। এছাড়াও, তাঁর অধিনায়কত্ব নিয়েও প্রশ্ন উঠেছে। এমন পরিস্থিতিতে তাঁকে বাদ দেওয়ার বিষয়েও আলোচনা চলছে বলে জানা গিয়েছে । এমনটা হলে মেলবোর্ন টেস্ট থেকে বাদ পড়া শুভমন গিল দলে ফিরতে পারেন। বৃহস্পতিবার টিম ইন্ডিয়ার (India National Cricket Team) নেট সেশনও ইঙ্গিত দিয়েছে যে গিল সিডনিতে খেলার সুযোগ পেতে পারেন।
আরও পড়ুন: বড়সড় কেলেঙ্কারির সাথে যুক্ত! শুভমান গিল সহ টিম ইন্ডিয়ার ৪ ক্রিকেটার হবেন গ্রেফতার? সমন পাঠাল CID
আকাশ দীপের স্থলাভিষিক্ত কে: মেলবোর্ন টেস্টের সময়ে আকাশ দীপকে সমস্যায় পড়তে দেখা যায় এবং তাঁর চোট নিয়ে জল্পনা শুরু হয়। বৃহস্পতিবার মিডিয়ার সাথে কথা বলার সময়ে কোচ গৌতম গম্ভীর স্পষ্ট করেছেন যে, আকাশ দীপ বর্তমানে পিঠের সমস্যায় ভুগছেন। সেই কারণে সিডনি টেস্টে তাঁকে দেখা যাবে না। এমন পরিস্থিতিতে আকাশ দীপের অনুপস্থিতি স্বাভাবিকভাবেই ভারতের জন্য একটি বড় ধাক্কা হিসেবে বিবেচিত হচ্ছে। এদিকে, আকাশ দীপের বিকল্প হিসেবে হর্ষিত রানা অথবা প্রসিধ কৃষ্ণা টিম ইন্ডিয়ায় (India National Cricket Team) অন্তর্ভুক্ত হতে পারেন।
আরও পড়ুন: জামিনের আবেদন খারিজ! যাবজ্জীবন কারাদণ্ড হবে চিন্ময়কৃষ্ণ দাসের? কি জানাল আদালত?
অস্ট্রেলিয়ার বিরুদ্ধে সিডনি টেস্টে ভারতের সম্ভাব্য প্লেয়িং ইলেভেন: জসপ্রীত বুমরাহ (অধিনায়ক), যশস্বী জয়সওয়াল, কেএল রাহুল, শুভমান গিল, বিরাট কোহলি, ঋষভ পন্থ (উইকেটরক্ষক), রবীন্দ্র জাদেজা, নীতীশ রেড্ডি, ওয়াশিংটন সুন্দর, হর্ষিত রানা, মোহাম্মদ সিরাজ।