এবার হবে বিরাট কড়াকড়ি! কেন্দ্রীয় বাহিনী চেয়ে আর্জি, কী বলল হাইকোর্ট?

বাংলা হান্ট ডেস্কঃ হাতে এখনও এক বছর সময়! তবে আসন্ন নির্বাচনের আগে এখন থেকেই হাওয়া গরম রাজ্যের। এসবের মধ্যেই কেন্দ্রীয় বাহিনী মোতায়েনের আর্জি জমা পড়ল আদালতে। প্রসঙ্গত, আগামী শনিবার নির্বাচন রয়েছে কাঁথি সমবায় কৃষি এবং গ্রামীণ উন্নয়ন ব্যাঙ্কে। সেখানেই এবার কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করার অনুমতি চেয়ে কলকাতা হাইকোর্টের (Calcutta High Court) দ্বারস্থ হয়েছেন স্বপন বেরা নামে একজন ব্যক্তি। তিনি নাকি আসলে ওই সমবায় ব্যাঙ্কের সদস্য।

কী বলল হাইকোর্ট (Calcutta High Court)?

জানা যাচ্ছে, কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করার অনুমতি চেয়ে মঙ্গলবার হাই কোর্টের (Calcutta High Court) প্রধান বিচারপতি টিএস শিবজ্ঞানম এবং বিচারপতি চৈতালি চট্টোপাধ্যায়ের ডিভিশন বেঞ্চের দৃষ্টি আকর্ষণ করেছিলেন ওই মামলাকারীর আইনজীবী। এদিন তাঁকে মামলা দায়ের করার  অনুমতি দিয়েছেন প্রধান বিচারপতির বেঞ্চ। সূত্রের খবর চলতি সপ্তাহে ওই মামলার শুনানির সম্ভাবনা রয়েছে।

এখানে বলে রাখা ভালো, এটাই কিন্তু প্রথম নয়! আগেও, সমবায় ভোটে কেন্দ্রীয় বাহিনী মোতায়েনের ঘটনা ঘটেছে। প্রসঙ্গত, গত বছরের ডিসেম্বরে কাঁথি সমবায় ব্যাঙ্কের নির্বাচন ছিল। ভোটে কারচুপি রুখতে সুপ্রিম কোর্ট ওই নির্বাচনে কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করার পাশাপাশি সিসি ক্যামেরা বসানোরও নির্দেশ দিয়েছিল।

আরও পড়ুন: কাজ না করলেই অ্যাকশন! মমতাকে লিস্ট পাঠালেন অভিষেক, কী হতে চলেছে এবার?

জানা যাচ্ছে, এবার কাঁথির অপর এক সমবায় নির্বাচনেও কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করার আর্জি জানিয়ে মামলা হয়েছে কলকাতা হাই কোর্টে। মামলাকারীর আশঙ্কা, আগামী শনিবার সমবায় নির্বাচনের দিন শাসকদল সমর্থিত প্রার্থীরা গোলমাল করতে পারেন। সেই আশঙ্কা থেকেই এই নির্বাচনে কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করার আর্জি জানিয়েছেন তিনি।

Central force

প্রসঙ্গত ইতিপূর্বে গত বছরের ১৫ ডিসেম্বর কেন্দ্রীয় বাহিনীর ঘেরাটোপে কাঁথি সমবায় ব্যাঙ্কের নির্বাচন সম্পন্ন হয়েছে। ওই সমবায় থেকে মোট ১০৮টি আসনের মধ্যে শাসকদলের প্রার্থীরা পেয়েছিলেন মোট ১০১টি আসন। আর বাকি ছ’টি আসন গিয়েছিলে বিজেপি সমর্থকদের ঝুলিতে। আর নির্দল প্রার্থী জিতেছিলেন অপর একটি আসনে।

Anita Dutta
Anita Dutta

অনিতা দত্ত, বাংলা হান্টের কনটেন্ট রাইটার। কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতায় স্নাতকোত্তর। বিগত ৪ বছরের বেশি সময় ধরে সাংবাদিকতা পেশার সাথে যুক্ত।

সম্পর্কিত খবর