বাংলা হান্ট ডেস্কঃ পশ্চিমবঙ্গ মেডিকেল কাউন্সিলের রেজিস্টারদের দায়িত্ব থেকে চিকিৎসক মানস চক্রবর্তীকে অবসর নেওয়ার নির্দেশ দিয়েছিল কলকাতা হাইকোর্ট (Calcutta High Court)। এবার আদালতের এই নির্দেশ পুনর্বিবেচনা করার আর্জি জমা পড়ল আদালতে। জানা যাচ্ছে, বেশ কয়েকজন চিকিৎসক এই বিষয়ে একটি জনস্বার্থ মামলা করেছেন।
কলকাতা হাইকোর্টের (Calcutta High Court) নির্দেশ পুনর্বিবেচনা করার আবেদন
অবসর গ্রহণের ৫ বছর পরেও চিকিৎসক মানস চক্রবর্তী রাজ্য মেডিক্যাল কাউন্সিলের রেজিস্ট্রারের পদ বসে ছিলেন বলে অভিযোগ ওঠে। এই বিষয়ে গত ৩০ জানুয়ারি হাইকোর্টের প্রধান বিচারপতি টিএস শিবজ্ঞানমের বেঞ্চ নির্দেশ দিয়েছিল ২৪ ঘন্টার মধ্যে রেজিস্টার এর পথ ছাড়তে হবে মানসকে।
পাঁচ বছর পরেও চিকিৎসক মানস চক্রবর্তী রাজ্য মেডিক্যাল কাউন্সিলের রেজিস্ট্রারের পদ বসে ছিলেন বলে অভিযোগ ওঠে। তা নিয়ে গত ৩০ জানুয়ারি হাই কোর্টের (Calcutta High Court) প্রধান বিচারপতি টিএস শিবজ্ঞানমের বেঞ্চ নির্দেশ দেয়, ২৪ ঘণ্টার মধ্যে রেজিস্ট্রারের পদ ছাড়তে হবে মানসকে। আদালতের নির্দেশে পদ থেকে সরতে হয় তাঁকে। এই অবস্থায় ৩০ জানুয়ারির নির্দেশ পুনর্বিবেচনার আর্জি নিয়ে আদালতের দ্বারস্থ হয়েছেন কয়েক জন চিকিৎসক।
মামলাকারী চিকিৎসকদের বক্তব্য রেজিস্টারের পর থেকে এইভাবে মানস সরে যাওয়ার ফলে রাজ্য মেডিক্যাল কাউন্সিলের কাজ করতে সমস্যা হচ্ছে। তাঁরা চাইছেন নতুন কেউ এই মেডিক্যাল কাউন্সিলের রেজিস্টার হিসেবে দায়িত্ব গ্রহণ করার আগে পর্যন্ত মানসকে আবার ওই পদে পুনর্বহাল করা হোক। এই মর্মে প্রধান বিচারপতির বেঞ্চের মামলা দায়ের করেছেন তাঁরা। আগামী বৃহস্পতিবার ওই মামলার পরবর্তী শুনানি হওয়ার সম্ভাবনা রয়েছে।
আরও পড়ুন: ফাঁস মাধ্যমিকের প্রশ্নপত্র? সোশ্যাল মিডিয়ায় ভাইরাল পেপার নিয়ে বিরাট শোরগোল
জানা যাচ্ছে, ২০১৯ সালের ১ নভেম্বর রাজ্য মেডিকেল কাউন্সিলের রেজিস্টার পদে মানসের কার্যকালের মেয়াদ শেষ হয়ে গিয়েছে। কিন্তু তারপরেও তিনি ওই পদের দায়িত্ব ছাড়েননি। কার্যকালের মেয়াদ বাড়ানোর পরেও পাঁচ বছর ধরে ওই পদে বহাল ছিলেন মানস। বেঙ্গল মেডিক্যাল অ্যাক্ট অনুযায়ী মেয়াদ উত্তীর্ণ হওয়ার পরেও ওই পদে থাকতে গেলে রাজ্য সরকারের আগাম অনুমোদন নেওয়ার প্রয়োজন হয়। কিন্তু অভিযোগ রাজ্য সরকারের কোন অনুমোদন ছাড়াই মানস পাঁচ বছরের বেশি সময় ধরে মেডিকেল কাউন্সিলের রেজিস্টারের পদে ছিলেন। কিন্তু সেটা বেআইনি। এমনটাই পর্যবেক্ষণ ছিল কলকাতা হাইকোর্টের (Calcutta High Court)।
মামলা চলাকালীন আদালতের প্রধান বিচারপতি শিবজ্ঞানম বলেন, ‘সরকারের থেকে মেডিকেল কাউন্সিল বড় নয়। কাউন্সিলের সদস্যরা মহান পেশায় রয়েছেন। তাই তাঁদের মহান ভাবেই কাজ করা উচিত। ৬ হাজার টাকায় পশ্চিমবঙ্গে কর্মীদের কাজ করানো হচ্ছে। ফেব্রুয়ারি মাসে পরীক্ষার মাধ্যমে নতুন রেজিস্টার নিয়োগ করা হবে।’ কিন্তু নতুন রেজিস্টার নিয়োগ না হওয়া পর্যন্ত আপাতত মানসকেই দায়িত্বে বহাল রাখার আবেদন জানিয়েছেন মামলাকারীরা