প্লুটো কে আবার গ্রহ এর মর্যাদা ফিরিয়ে দিল নাসা।

 

বাংলা হান্ট ডেস্ক: ১৯৩০ সালে ক্লাইড টমবাগ প্লুটোকে আবিষ্কার করেছিলেন। সেই সময় প্লুটোকে সৌরজগতের নবম গ্রহ বলে ঘোষণা করা হয়েছিল। এর পর ২০০৬ সালে বিজ্ঞানীরা দাবি করেন, প্লুটোর আকার চাঁদের থেকেও ছোট। তাই প্লুটোকে বামন গ্রহ বলে ঘোষণা করা হয়।  দীর্ঘ ১৩ বছর পর আবার প্লুটোকে গ্রহের মর্যাদা ফিরিয়ে দিল নাসা।১৯৩০ সালে আবিষ্কারের পর নয়ের দশক পর্যন্ত সব থেকে ছোট গ্রহ নামেই পরিচিত ছিল প্লুটো।নাসার পক্ষ থেকে জানানো হয়েছে, প্লুটোকে গ্রহ হিসাবেই ধরা হবে।
নয়ের দশকে মহাকাশ বিজ্ঞানীদের মধ্যে প্লুটো কে নিয়ে নানান মতভেদ দেখা দেয়। শুরু হয় গবেষণা। ২০০৬ সালে গ্রহের মর্যাদা হারিয়ে বামন গ্রহ নামে পরিচিতি পায় প্লুটো।

IMG 20190830 141025

২০০৬ সালে ইন্টারন্যাশনাল অ্যাস্ট্রোন্মিক্যাল ইউনিয়ন দ্বারা প্রকাশিত গ্রহের সংজ্ঞা তে স্পষ্টভাবে বলা হয়েছিল, যে কোনও গ্রহের সুস্পষ্ঠ কক্ষপথ থাকতে হবে। সেক্ষেত্রে প্লুটোর কক্ষপথে নেপচুনের প্রভাব বিস্তার এর জন্য গ্রহের মর্যাদা হারিয়ে ফেলে প্লুটো।কিন্তু এবার ২০১৮ সালে নাসার নাসার অ্যাডমিনিস্ট্রেটর হিসাবে দায়িত্ব গ্রহণ করা জিম ব্রিডেনস্টাইন ঘোষণা করেছেন, ”আমি দায়িত্ব নিয়ে বলছি যে প্লুটো গ্রহ। সব থেকে ছোট হলেও প্লুটো গ্রহ।” অনেকে এর বিরুদ্ধতা করার জন্য তার সায়েন্স ব্যকগ্রাউন্ড ছিল নাকি সেই নিয়েও প্রশ্ন তুলেছে।


সম্পর্কিত খবর