প্রধানমন্ত্র নরেন্দ্র মোদীর নির্দেশ, বিভিন্ন পুজা পার্বণে কর্মীদের সক্রিয় ভূমিকা নিতে হবে। আর প্রধানমন্ত্রীর নির্দেশ মেনে এবার রাজ্যে দূর্গাপুজোর দায়িত্ব নিজেদের হাতে নিতে চাইছে বিজেপি। এই মুহুর্তে তাই রাজ্যবাসীকে অন্যরকম পুজোর স্বাদ দিতে চলেছে রাজ্য বিজেপি। তাইতো কোমর বেঁধে জোর কদমে প্রস্তুতি শুরু করেছে গেরুয়া বাহিনী।পুজোকেই জনসংযোগ বাড়ানোর জন্য এবার দুর্গাপুজাকেই হাতিয়ার করতে উদ্যত হয়েছে গেরুয়া বাহিনী। রবিবারই সাসংসদ লকেট চট্টোপাধ্যায় এক সাংবাদিক বৈঠক করে দুর্গাপুজো উপলক্ষ্যে 14-20 সেপ্টেম্বর অবধি বিশেষ কর্মসূচি নেওয়ার কথা জানিয়েছেন। আর এই কর্মসূচিতে বাড়ি বাড়ি দুর্গার মুখ আঁকা স্টিকার বিলি থেকে মণ্ডপে মণ্ডপে সিঁদুরখেলা সমস্তটাই থাকবে।
অর্থাত্, মহালয়ার দিন প্রভাতফেরী থেকে শুরু করে দশমীর দিন মন্ডপে মন্ডপে সিঁদুর খেলার জন্য বিশেষ ব্যবস্থা নেবে বিজেপি, এমনটাই জানান লকেট। রবিবার দুর্গার মুখ আঁকা একটি স্টিকারের উদ্বেধন করে লকেট জানান সেই স্টিকার প্রত্যেকের বাড়ি বাড়ি পৌঁছে দেওয়া হবে। যার নাম দেওয়া হয়েছে দুয়ারে দুয়ারে পদ্মের আদমনী।আসলে পদ্মফুল যেমন দুর্গার আগমনী বার্তা বয়ে নিয়ে আসে ঠিক তেমনি দুর্গাপুজোর মাধ্যমেই জনসংযোগ বাড়াতে মরিয়া বিজেপি।
অন্যদিকে আবার চলতি বছর থেকে শহর কলকাতার পুজো কমিটি গুলিকে সরকারের তরফ থেকে অনুদান বৃদ্ধি করা হয়েছে। এবছর থেকে 10000 এর পরিবর্তে প্রতিটি পুজো কমিটিকে 25000 করে টাকা দেওয়ার কথা ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী। তাই একদিকে মা দুর্গার পুজো নিয়ে তৃণমূলের বর্ধিত টাকা দেওয়ার কথা ঘোষণা। অন্যদিকে বিজেপির বাড়ি বাড়ি স্টিকার বিলি। সব মিলিয়ে যেন এক টান টান উত্তেজনা শুরু হয়েছে।