লকডাউন দেশের কয়েকটি জায়গায় আরো বেশি কয়েক দিন ধরে চলবে বলে শোনা যাচ্ছিলো।বেশ কয়েকটি রাজ্যের মুখ্যমন্ত্রী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে লকডাউন বাড়ানোর আবেদন করেছিলেন। বর্তমান লকডাউন সময়কাল ২২ দিন, শনিবার প্রধানমন্ত্রী আবার আলোচনা করে নতুন নির্দেশ দেবেন।
কারণ গত সপ্তাহ থেকে ভারতে লক ডাউন চলছে।গোটা বিশ্বে করোনা আক্রান্তের সংখ্যা প্রায় ১২ লক্ষ্য। মৃত্যু হয়েছে প্রায় ৩৪ হাজারের বেশী মানুষের। করোনা ভাইরাস যেন ক্রমশ শক্তিশালি হচ্ছে। আর তার মধ্যে লাফিয়ে লাফিয়ে বাড়ছে করোনা আক্রান্ত সংখ্যা।
আর এই পরিস্থিতিতে ভারোতেও আক্রান্ত প্রায় চার হাজারের এর বেশী। আর্থিক সাহায্য দেওয়ার জন্য বেশ কয়েকটি কেন্দ্রীয় মন্ত্রী, বেসরকারী সত্ত্বা, শিল্পপতি ও সরকারী সংস্থা প্রধানমন্ত্রীর ঘোষণায় সাড়া দিয়ে তহবিলের অবদান রেখেছেন।আর এর মধ্যে জানা গেছে শনিবার প্রধানমন্ত্রী মোদী ভিডিও কনফারেন্সিংয়ের মাধ্যমে মুখ্যমন্ত্রী, প্রশাসক এবং লেফটেন্যান্ট গভর্নরদের সাথে যোগাযোগ করবেন।
সরকার এমন সিদ্ধান্ত নিয়েছেন যেখানে আপাতত কোনো ক্ষতি কম হবে বা হবে না সেখানে লক ডাউন তুলবে। কিন্তু এখনো সমস্যা এই অঞ্চলে চিহ্নিত করতে হবে। পাশাপাশি এনআইটিআই আইয়োগের শীর্ষ আধিকারিকরা বিশ্বাস করেন যে 15 এপ্রিলের পরেও সম্পূর্ণ লকডাউনের কারণে অর্থনীতি অনেক ক্ষতিগ্রস্থ হবে। কিন্তু আবার অন্য দিকে এটি না বাড়ালেও আক্রান্ত রোগ আরো বেড়ে যাবে।প্রায় সব দেশ এখন করোনা আতঙ্কে দিন কাটাচ্ছে। দিন থেকে রাত আর রাত থেকে দিন যে কখন চলে যাচ্ছে টা বোঝার উপায় নেই। কারণ বিপদ থেকে বাঁচতে এখন সবাই গৃহ বন্দী