PM CARES Fund এর টাকা কাজে লাগানো হচ্ছে ভেন্টিলেটর তৈরিতে, জানুন পুরো হিসেব

বাংলাহান্ট ডেস্ক : গতকাল প্রধানমন্ত্রী(prime minister )  নরেন্দ্র মোদী (Narendra Modi) সরকার ভারতের (India)  অর্থনীতিকে আবার  ফিরিয়ে আনার জন্য ২০ লক্ষ কোটি টাকার অর্থনৈতিক প্যাকেজ ঘোষণা করেন। আর মার্চ মাস থেকে চলা লক ডাউনে দেশের অর্থনীতির হাল ফেরাতে আর  করোনার ভাইরাস মহামারী এবং এর প্রতিরোধের জন্য আজ প্রধানমন্ত্রী কেয়ারস ফান্ড ট্রাস্ট এর কোষাগারও খুলেছেন ।করোনার   জন্য প্রধানমন্ত্রী কেয়ারস  ফান্ড ট্রাস্ট ৩১০০ কোটি টাকা বরাদ্দ করেছেন।  যার মধ্যে প্রায়  ভেন্টিলেটর কেনার জন্য রাখা হবে দুই হাজার  কোটি টাকা ।  ভ্যাকসিন বিকাশের জন্য একশো  কোটি টাকা দেওয়া হবে,  অভিবাসী শ্রমিকদের যত্নের জন্য এক হাজার  কোটি টাকা দেওয়া হবে ।

IMG 20200514 WA0003

টুইট করে প্রধানমন্ত্রী জানান 

বুধবার টুইটারে মোদী লিখেছিলেন, সরকার ঘোষিত পদক্ষেপগুলি নগদ বৃদ্ধি করবে, উদ্যোক্তাদের ক্ষমতায়িত করবে এবং তাদের প্রতিযোগিতা বাড়াবে।
তিনি টুইট করেছেন যে এই প্যাকেজটি ব্যবসায়ীদের বিশেষত ক্ষুদ্র, মাঝারি ও মাঝারি উদ্যোগকে (এমএসএমই) সহায়তা করবে।প্রধানমন্ত্রীর নেতৃত্বে ২৭ শে মার্চ এই ট্রাস্ট গঠিত হয়।   প্রাক্তন সদস্যদের মধ্যে  স্বরাষ্ট্রমন্ত্রী এবং অর্থমন্ত্রী, প্রতিরক্ষা মন্ত্রীও অন্তর্ভুক্ত রয়েছে।প্রধানমন্ত্রী কেয়ারস ফান্ড ট্রাস্ট করোনার ভাইরাসের বিরুদ্ধে লড়াইয়ের জন্য ৩১০০ কোটি টাকা বরাদ্দ করেছে।

আর্থিক সাহায্য ভারতীয়দের সাহায্য করবে 

একই সাথে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছেন যে, “এই আর্থিক সাহায্য  করোনার ভাইরাসে আক্রান্ত অর্থনীতিকে সামাল দেওয়ার জন্য সরকার যে অর্থনৈতিক প্যাকেজ ঘোষণা করেছে তা নগদ প্রবাহ বৃদ্ধি করবে, উদ্যোক্তাদের ক্ষমতায়িত করবে এবং তাদের প্রতিযোগিতা আরও জোরদার করবে।”


সম্পর্কিত খবর