প্রধানমন্ত্রী মোদীকে দেখলে গো ব্যাক আর রোহিঙ্গা দেখলে ওয়েলকাম করে বিরোধীরা, দাবি দিলীপ ঘোষের

এবার সংসদে দাঁড়িয়ে  রাজ্যের বাম তৃণমূলকে একসাথে আঘাত বিজেপি সভাপতি দিলীপ ঘোষের। বোঝানোর চেষ্টা করলে, সি.এ.এ,  এন.আর.সির বিরোধিতার মাধ্যমে অনুপ্রবেশকারীদের সমর্থন করছেন তারা। মঙ্গলবার লোকসভা বাজেট অধিবেশনে রাষ্ট্রপতির ভাষণের ওপর আলোচনায় সময়  তৃণমূলের বিরুদ্ধে অভিযোগ তোলেন তিনি।

বিজেপি রাজ্য সভাপতি দিলীপ ঘোষ বলেন –“রোহিঙ্গা বা বাংলাদেশী অনুপ্রবেশকারীদের কেউ  গো ব্যাক শ্লোগান দিচ্ছে না অথচ প্রধানমন্ত্রী এবং রাজ্যপালকে গো ব্যাক শ্লোগান দেওয়া হচ্ছে” ।

কলকাতা পোর্ট ট্রাষ্টের ১৫০ বছর পুর্তিতে ২ দিনের জন্য কলকাতা সফরে এসেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তাদের বিভিন্ন যায়গাতে কালো পতাকা দেখানো হয়েছিল বাম ও তৃণমূল সমর্থকরা। এমনকি ‘নরেন্দ্র মোদী গো ব্যাক শ্লোগান’ ও তুলেছিল তারা।

বিধানসভা নির্বাচন যত এগোচ্ছে ততই বেড়ে চলেছে রাজনৈতিক মহলে উত্তাপ। সেই মুহুর্তে সি এ এ বিরোধী আন্দোলনকে আক্রমন করার জন্য লোকসভার মঞ্চ বাছলেন দিলীপ ঘোষ। বিজেপি সমর্থকরা দাবি করেছেন নিজেদের অস্তিত্ব বাচিয়ে রাখতে এসব প্রচেষ্টা করছে বাম তৃনমূল। তারা চেষ্টা করছে বাংলাদেশী অনুপ্রবেশকারীদের দিয়ে নিজেদের কার্জসিদ্ধ করতে, তাদের ভোট ব্যাঙ্কে পরিণত করার মাধ্যমে।

 

সম্পর্কিত খবর