বাংলা হান্ট ডেস্কঃ লকডাউনের মধ্যে প্রধানমন্ত্রী জন ঔষধি যোজনার (Pradhanmantri Jan Aushadhi Yojna) মাধ্যমে মোদী সরকার (Modi Sarkar) রেকর্ড গড়ল। এই যোজনার মাধ্যমে এই বছর এপ্রিল মাসেই ৫২ কোটি টাকার ওষুধ বিক্রি হয়েছে। শুধু তাই নয়, এই যোজনার মাধ্যমে দেশের জনতার ৩০০ কোটি টাকা বেঁচেছে। ভারতীয় জনতা পার্টির (Bharatiya Janata Party) অফিসিয়াল ট্যুইটার হ্যান্ডেল থেকে এই যোজনা নিয়ে তথ্য প্রকাশ করা হয়।
PM Jan Aushadhi Kendras set a new record during lockdown
Affordable quality medicines worth Rs 52 crore sold in April 2020.
Citizens save nearly Rs 300 crore due to reduced costs. pic.twitter.com/67VlXqWoTf
— BJP (@BJP4India) May 5, 2020
বিজেপির অনুসারে, মোদী সরকারের পিএম জন ঔষধি যোজনা অনুযায়ী এপ্রিল মাসে ২০১৯ এ ১৭ কোটি টাকার ওষুধ বিক্রি হয়েছিল।। মার্চ ২০২০ তে ওষুধের বিক্রি বেড়ে ৪২ কোটি টাকা পর্যন্ত পৌঁছে গেছিল।। আর এপ্রিল ২০২০ তে রেকর্ড ৫২ কোটি টাকার ওষুধ বিক্রি হয়েছে।
বিজেপি দাবি করে বলে যে, দেশের ৭২৬ টি জেলায় খোলা মোট ৬ হাজার ৩০০ ঔষধি কেন্দ্রে পাবলিক স্টর্সের তুলনায় ৫০ থেকে ৯০ শতাংশ হারে কম দামে ওষুধ পাওয়া যায়।
আপনাদের জানিয়ে দিই, প্রধানমন্ত্রী জন ঔষধি যোজনার উদ্দেশ্য হল মানুষের কাছে সস্তা দামে ওষুধ পৌঁছে দেওয়া। PMJAY মোদী সরকারের মহত্বকাঙ্খি যোজনা গুলোর মধ্যে একটি। প্রধানমন্ত্রী জন ঔষধি যোজনা বেকারদের রোজগার শুরু করারও সুযোগ দেয়। এই যোজনা অনুযায়ী, জন ঔষধি কেন্দ্র খোলার জন্য বেকারদের আড়াই লক্ষ টাকা পর্যন্ত সহায়তা রাশি দেওয়া হয়।