আজ একসাথে কয়েক কোটি জনগণের একাউন্টে ঢুকবে ২০০০ টাকা

বাংলাহান্ট ডেস্ক: কৃষকদের জন্য সুখবর! পুজোর মুখে সরকারের তরফে একটি উপহার পেতে চলেছেন দেশের কৃষকরা। আগস্ট মাস থেকে ভারতের কোটি কোটি কৃষক প্রধানমন্ত্রী কৃষক যোজনার (PM Kisan Yojna) ১২ তম কিস্তির অপেক্ষা করছিলেন। অবশেষে এই কৃষকদের অপেক্ষার অবসান ঘটতে চলেছে। খুব তাড়াতাড়িই তাঁরা সরকারের থেকে পেয়ে যাবেন তাঁদের বকেয়া অর্থ। 

সূত্রের খবর, আজ ৩০ সেপ্টেম্বর কৃষকরা প্রধানমন্ত্রী কৃষক যোজনার ১২ তম কিস্তির ২ হাজার টাকা পেতে পারেন। এই প্রকল্পে নিজেদের নাম নথিভুক্ত করিয়েছিলেন যে সব কৃষক, তাঁদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে ২ হাজার টাকা পাঠিয়ে দেওয়া হবে। অর্থাৎ আজই এই বকেয়া অর্থ পেয়ে যেতে পারেন কৃষকরা। 

যদিও এখনও এই বিষয়ে সরকারিভাবে কিছু জানানো হয়নি। উল্লেখ্য, অনেক সময়েই কিস্তি পেয়ে যাওয়ার পর কৃষকরা তার অবস্থা সম্পর্কে জানার জন্য নানা ধরনের জটিলতার মুখোমুখি হন। সেই জন্য কেন্দ্রের তরফে কয়েকটি সহজ উপায় বলে দেওয়া হয়েছে। এর মাধ্যমে কৃষকরা খুব সহজেই নিজেদের কিস্তির টাকার অবস্থা সম্পর্কে জানতে পারবেন।

এই ১২ তম কিস্তির সম্পর্কে জানার জন্য প্রথমে আপনাকে যেতে হবে pmkisan.gov.in ওয়েবসাইটে। এরপর ডানদিকে Farmers Corner-এ ক্লিক করতে হবে। এরপর ক্লিক করতে হবে Beneficiary Status-এ। এরপর কিস্তির অবস্থা জানার জন্য আধার নম্বর, মোবাইল নম্বরের মতো তথ্য দিতে হবে। এগুলি হয়ে গেলে আপনি সহজেই তালিকায় নিজের নাম দেখতে পারবেন।

উল্লেখ্য, প্রধানমন্ত্রী কৃষক যোজনার ১২ তম কিস্তির অর্থ পাওয়ার জন্য কেওয়াইসি করা বাধ্যতামূলক। এমনকি, এই কিস্তির সুবিধা একমাত্র সেই সব গ্রাহকই পাবেন, যাঁরা কেওয়াইসি করিয়েছেন। কেন্দ্রের তরফে প্রধানমন্ত্রী কৃষক যোজনার সুবিধা পাওয়ার জন্য কেওয়াইসি বাধ্যতামূলক করা হয়েছে। এর জন্য গ্রাহকদের কোথাও যাওয়ার প্রয়োজন নেই। ঘরে বসে অনলাইনে বা মোবাইল ফোন থেকেও কেওয়াইসি করতে পারবেন তাঁরা। 

Avatar
Subhraroop

সম্পর্কিত খবর