পঞ্চাশ বছরে এই প্রথম কোন মুখ্যমন্ত্রী মহারাষ্ট্রে ফের ক্ষমতায় আসছেঃ প্রধানমন্ত্রী মোদী

মহারাষ্ট্র আর হরিয়ানা বিধানসভার চিত্র পরিস্কার হয়ে গেছে। একদিকে মহারাষ্ট্রে যেমন বিজেপি আর শিবসেনার জোট সরকার বানাচ্ছে, তেমনই আরেকদিকে হরিয়ানায় বিজেপি সবথেকে বড় দল হিসেবে উঠে এসেছে। বিজেপির এই সফলতার শুভেচ্ছা কর্মীদের দেওয়ার জন্য প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আর বিজেপির সর্বভারতীয় সভাপতি তথা কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রী অমিত শাহ নয়া দিল্লীর বিজেপি অফিসে পৌঁছান। সেখানে ওনারা দলের কর্মীদের উদ্দেশ্য বক্তব্য দেন।

প্রথমে কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রী তথা বিজেপির সভাপতি অমিত শাহ মহারাষ্ট্র আর হরিয়ানার বিজেপির কর্মীদের শুভেচ্ছা জানান এবং তাঁদের ধন্যবাদ জানান। উনি বলেন, মহারাষ্ট্রে বিজেপি সরকার গড়তে চলেছে। আর হরিয়ানায় গত বারের তুলনায় এবার বিজেপি ৩ শতাংশ ভোট বেশি পেয়েছে। উনি বলেন, মোদী সরকার ২.০ এর আমলে বিজেপি প্রথমে দুটি রাজ্যে জয় হাসিল করে নিয়েছে।

উনি বলেন, এর আগে হরিয়ানা আর মহারাষ্ট্রে বিজেপি সরকার গঠন করতে পারত না। কিন্তু ২০১৪ সালে কেন্দ্রে মোদী সরকার আসার পর দুটি রাজ্যেই বিজেপির মুখ্যমন্ত্রী হয়েছে। আর এইবার দুটি রাজ্যের জয়ে এটা বোঝা যায় যে, বিজেপির মুখ্যমন্ত্রীর কাজে খুশি হয়ে জনতা আবার তাঁদের নির্বাচিত করেছে। এছাড়াও উনি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং দুই রাজ্যের মুখ্যমন্ত্রীদের শুভেচ্ছা জানান।

অমিত শাহ এর পর প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেন, দুই রাজ্যের কর্মীদের প্রচেষ্টা আর কঠোর প্ররিশ্রমের জন্য ওনাদের ধন্যবাদ আর অভিনন্দন জানাই। উনি দুই রাজ্যের মুখ্যমন্ত্রীদের উদ্দেশ্যে বলেন, এই দুই মুখ্যমন্ত্রীর এটাই প্রথম অভিজ্ঞতা ছিল। আর প্রথম অভিজ্ঞতার পরেও দুজনেই দুই রাজ্যের জনতার সেবার জন্য কোন ত্রুটি রাখেননি। জনতার ভালো আর উন্নয়নের জন্য দুই মুখ্যমন্ত্রীই নিরলস কাজ করে গেছে। উনি বলেন, আর এই কারণেই জনতা ওনাদের উপর আবার বিশ্বাস রেখেছে। প্রধানমন্ত্রী আগামী পাঁচ বছরের কার্যকালের জন্য ওনাদের শুভকামনাও জানান।

প্রধানমন্ত্রী মোদী বলে, রাজনৈতিক পণ্ডিতেরা নির্বাচনের ফলাফলের বিশ্লেষণ করছেন। উনি বলেন, আমাকে বিশেষজ্ঞরা জানিয়েছেন যে, হরিয়ানায় বিজেপির জয় অভূতপূর্ব। উনি বলেন, ওখানে একটি সরকার থাকার পর পুনরায় সেই সরকার গড়ার ঘটনা খুবই বিরল। আর এরপরেও বিজেপি সবথেকে বড় দল হয়ে উঠে এসেছে এটাই সবথেকে বড় কথা।


Koushik Dutta

সম্পর্কিত খবর