মিসাইল ম্যানকে জন্মদিনে শ্রদ্ধা জানালেন প্রধানমন্ত্রী মোদী, অমিত শাহ সমেত তামাম নেতা মন্ত্রীরা

বাংলা হান্ট ডেস্কঃ দেশের ১১ তম রাষ্ট্রপতি তথা মহান বৈজ্ঞানিক ভারত রত্ন ডঃ এপিজে আবদুল কালামের (A. P. J. Abdul Kalam) আজ বৃহস্পতিবার জন্ম জয়ন্তী। রামেশ্বরমে ১৫ ই অক্টোবর ১৯৩১ সালে উনি জন্মগ্রহণ করেছিলেন। ওনার জন্ম জয়ন্তীর অবসরে দেশের অনেক দিগগজ নেতা ওনাকে প্রণাম জানাচ্ছেন। আর সেই ক্রমে সবার উপরে নাম আছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর (Narendra Modi)। এছাড়াও স্বরাষ্ট্র মন্ত্রী অমিত শাহ, প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং সমেত অনেক নেতা মন্ত্রীই আজকে মিসাইল ম্যানকে স্মরণ করেন।

প্রধানমন্ত্রী মোদী ট্যুইট করে লেখেন, ‘ডঃ কালামকে ওনার জন্মজয়ন্তীতে শ্রদ্ধাঞ্জলি। ভারতের উন্নয়নের প্রতি ওনার যোগদান কখনো ভোলানর নয়। উনি একজন বৈজ্ঞানিক এবং একজন রাষ্ট্রপতি হিসেবে ভারতের সেবা করেছেন। ওনার জীবন যাত্রা লক্ষ লক্ষ কোটি কোটি মানুষকে শক্তি দেয়।”

অমিত শাহ ট্যুইট করে লেখেন, ‘ডঃ এপিজে আবদুল কালামকে ওনার জয়ন্তীতে প্রণাম। তিনি একজন দূরদর্শী নেতা, ভারতের মহাকাশ এবং ক্ষেপণাস্ত্র প্রোগ্রামের নির্মাতা ছিনেল, তিনি সর্বদা একটি শক্তিশালী এবং স্বনির্ভর ভারত গড়তে চেয়েছিলেন।”

প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং লেখেন, ‘প্রাক্তন রাষ্ট্রপতি ডঃ এপিজে আবদুল কালামকে ওনার জয়ন্তীতে প্রণাম জানাই। নতুন আর মজবুত ভারতের স্বপ্ন পূরণ করার জন্য প্রতিবদ্ধ কালাম সাহেব নিজের জীবনের পুরোটাই ভারতের ভবিষ্যতের নির্মাণের জন্য সমর্পিত করেছিলেন। তিনি আমাদের আগামী প্রজন্মকে অনুপ্রেরণা দেন এখনো। ওনার জয়ন্তীতে ওনাকে শ্রদ্ধাঞ্জলি জানাই।”

কেন্দ্রীয় মন্ত্রী প্রকাশ জাবেড়কর লেখেন, ‘প্রাক্তন রাষ্ট্রপতি ডঃ আবদুল কালামের জয়ন্তীতে ওনাকে বিনম্র শ্রদ্ধাঞ্জলি। ২১ শতাব্দীর ভারতকে সমর্থ, শক্তিশালী আর সক্ষম বানানোর জন্য ওনার অবদান অতুলনীয়। ওনার আদর্শ হামেশাই মানুষকে প্রেরণা দেবে। উনি দেশের যুবদের অনুপ্রেরণার উৎস।”

ad

Koushik Dutta

সম্পর্কিত খবর