বাংলা হান্ট ডেস্কঃ ভারতে (India) সংস্কৃত ভাষায় (Sanskrit Language) প্রকাশিত একমাত্র দৈনিক সংবাদপত্র ‘সুধর্মা”র (Sudharma) সম্পাদক কেভি সম্পত কুমার (K V Sampath Kumar) বুধবার হৃদরোগে আক্রান্ত হয়ে প্রয়াত হন। প্রতিকূল পরিস্থিতিতে সংস্কৃতে সংবাদপত্র ছাপানো আর সেটিকে জনপ্রিয় বানানোয় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করা সম্পত কুমার আর ওনার স্ত্রী বিদুষী কে এস জয়লক্ষ্মী ২০২০ সালে পদ্মশ্রী সম্মান পেয়েছিলেন।
সম্প্রত কুমারের প্রয়াণে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আর স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ বুধবার টুইট করে সমবেদনা ব্যক্ত করেন। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী একটি টুইট করে লেখেন, ‘কেভি সম্পত কুমার একজন প্রেরণাদায়ক ব্যক্তিত্ব ছিলেন, তিনি যুব সমাজের মধ্যে সংস্কৃতকে জনপ্রিয় বানানোর জন্য গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিলেন। তাঁর আবেগ এবং সংকল্প অনুপ্রেরণাজনক ছিল। ওনার মৃত্যুতে আমি শোকার্ত। তাঁর পরিবার ও ভক্তদের প্রতি সমবেদনা জানিয়েছেন। ওম শান্তি।”
Shri K.V. Sampath Kumar Ji was an inspiring personality, who worked tirelessly towards preserving and popularising Sanskrit, specially among youngsters. His passion and determination were inspiring. Saddened by his demise. Condolences to his family and admirers. Om Shanti.
— Narendra Modi (@narendramodi) June 30, 2021
আরেকদিকে, কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ হিন্দি আর সংস্কৃত ভাষায় টুইট করে কেভি সম্পত কুমারের প্রয়াণে শোক বার্তা দেন। তিনি লেখেন, ‘কেভি সম্পত কুমারজীর জীবন সংস্কৃত ভাষার সংরক্ষণ এবং অগ্রগতির প্রতি সমর্পিত ছিল। সংস্কৃত ভাষাকে সাধারণ অংশ হিসাবে গড়ে তোলার ক্ষেত্রে তাঁর অবদানকে কখনও ভোলা যায় না। ওনার প্রয়াণ সংস্কৃত এবং সংবাদ মহলে অপূরণীয় ক্ষতি। ভগবান ওনার আত্মাকে শান্তি দিক। ওম শান্তি।”
केवी संपत कुमार जी का जीवन संस्कृत भाषा के संरक्षण व संवर्धन के प्रति समर्पित रहा। संस्कृत भाषा को आम बोलचाल का हिस्सा बनाने में उनके योगदान को कभी भुलाया नहीं जा सकता। उनका निधन संस्कृत व पत्रकारिता जगत के लिए बड़ी क्षति है। प्रभु दिवंगत आत्मा को सद्गति प्रदान करें। ॐ शांति
— Amit Shah (@AmitShah) June 30, 2021
উল্লেখ্য, সুধর্মা সংস্কৃতের একমাত্র দৈনিক সংবাদপত্র ছিল। এই সংবাদপত্র কর্ণাটকের মাইসোর থেকে প্রকাশিত হত। ভারত সরকার দেশের একমাত্র দৈনিক সংস্কৃত সংবাদপত্র চালানো দম্পতি সুধর্মার সম্পাদক এবং প্রকাশক কেভি সম্পত কুমার আর ওনার স্ত্রী জয়লক্ষ্মীকে সংযুক্ত রুপে ২০২০ সালে পদ্মশ্রী পুরস্কারে সম্মানিত করেছিল।
এই সংবাদপত্রে বেদ, যোগা, ধার্মিক বিষয়ের জন্য বিশেষ লেখা প্রকাশিত হয়। এর পাশাপাশি রাজনৈতিক আর সাংস্কৃতিক সংবাদ ছাড়াও অন্যান্য খবরও প্রকাশিত হয়। শোনা যায় যে, সংস্কৃত ভাষায় বিদ্বান পণ্ডিত ভারদারাজ আয়েঙ্গার সংস্কৃত ভাষার প্রচার আর প্রসারের জন্য ১৯৭০ সালে সুধর্ম পত্রিকার শুরু করেছিলেন। ওনার মৃত্যুর পর ওনার পুত্র সম্পত কুমার আর ওনার পুত্রবধূ জয়লক্ষ্মী এই কাজ সামলান।