জাপানে জি-২০ সম্মেলনে যোগ দিতে উপস্থিত হলেন মোদী

বাংলা হান্ট ডেস্ক: জি-২০ সম্মেলনে যোগ দিতে ওসাকায় ভারতের নরেন্দ্র মোদি।বুধবার প্রধানমন্ত্রীর অফিসের তরফেও বিদেশ মন্ত্রকের মুখপাত্র রবীশ কুমার টুইট করে জানান,’ সকাল সকাল ওসাকায় প্রধানমন্ত্রীর সূচিতে জি-২০ সম্মেলন এবং বহুপাক্ষিক বৈঠক বিভিন্ন বিষয়ে ভারতের অবস্থান কে তুলে ধরবেন মোদি।’
b04d1 pm modi to attend g 20 summit in japan from june 27 29 mea 2019 06 21
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ওসাকার প্লেন ধরার আগেই বলেছেন সন্ত্রাসবাদের পাশাপাশি তিনি নারীদের ক্ষমতায়ন এবং গোয়েন্দা তথ্য আদান-প্রদান নিয়ে আলোচনা করবেন।

তাছাড়া প্রধানমন্ত্রী জানান গত পাঁচ বছরে ভারতে কি কি উন্নয়নের কাজ হয়েছে, যার ফলস্বরূপ দ্বিতীয়বার দেশের ক্ষমতা দখল করেছে বিজেপি সে বিষয়গুলি জি-২০ সদস্যদের সামনে তুলে ধরবেন তিনি।

সম্পর্কিত খবর