দেবশ্রী চৌধুরী সহ তিন কেন্দ্রীয় মন্ত্রীর ইস্তফা, ৪৩ জন নেবেন শপথ

বাংলা হান্ট ডেস্কঃ প্রধানমন্ত্রী রুপে ২০১৯-এর মে মাসে ৫৭ মন্ত্রীদের নিয়ে নিজের দ্বিতীয় কার্যকাল শুরু করার পর নরেন্দ্র মোদী বুধবার প্রথমবার কেন্দ্রীয় মন্ত্রীসভায় ফেরবদল এবং বিস্তার করতে চলেছেন। বুধবার সন্ধ্যা ৬টা নাগাদ রাষ্ট্রপতি ভবনের অশোক হলে করোনার নিয়ম পালন করে শপথ গ্রহণ সমাবেশ হবে।

কেন্দ্রীয় মন্ত্রীসভায় বিস্তার আর ফেরবদলের গুঞ্জন তখন আরও তীব্র হয়ে ওঠে, যখন কেন্দ্রীয় সামাজিক এবং ন্যায় মন্ত্রী থাবরচন্দ্র গেহলটকে কর্ণাটকের রাজ্যপাল হিসেবে নিযুক্ত করা হয় আর সেই নেতাদের ফোন করে দিল্লী ডাকা হয়, যাদের মন্ত্রী বানানোর চর্চা কদিন ধরে হচ্ছিল। বর্তমান মন্ত্রী পরিষদে মোট ৫৩ জন মন্ত্রী রয়েছে আর নিয়ম মাফিক মোট ৮১ জন মন্ত্রী থাকতে পারবে।

প্রধানমন্ত্রীর মন্ত্রী মণ্ডলে নতুন মন্ত্রীদের আগমনের পাশাপাশি কয়েকজন পুরনো মন্ত্রী ইস্তফাও দিলেন। কেন্দ্রীয় শিক্ষা মন্ত্রী রমেশ পোখরিয়াল, শ্রমমন্ত্রী সন্তোষ গাঙ্গওয়ার এবং কেন্দ্রীয় প্রতিমন্ত্রী দেবশ্রী চৌধুরী নিজের পদ থেকে ইস্তফা দিয়েছেন।

প্রাপ্ত খবর অনুযায়ী, এবার যুব সাংসদদের নিয়ে মন্ত্রীসভা গড়তে চাইছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। বর্তমানে সুনিতা দুগগল, বিএল বর্মা, ভুপেন্দ্র যাদব, অনুরাগ ঠাকুর, অনুপ্রিয়া প্যাটেল, মীনাক্ষী লেখী, অজয় ভট্ট, শোভা করনদজলে, প্রীতম মুণ্ডে, শান্তনু ঠাকুর, নিশীথ প্রামাণিক আর কপিল পাতিল প্রধানমন্ত্রী বাসভবনে আছেন। যারা এই মুহূর্তে প্রধানমন্ত্রীর বাসভবনে আছে তাঁরা আজকেই কেন্দ্রীয় মন্ত্রী হিসেবে শপথ নিতে চলেছেন। এছাড়াও আরও কয়েকজনের নাম উঠে আসছে।

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নতুন ক্যাবিনেটে ১৩ জন ইঞ্জিনিয়ার আর ৫ জন ডাক্তার সুযোগ পাচ্ছে। এছাড়াও মোদীর মন্ত্রীসভায় ১১ জন মহিলা সাংসদও জায়গা পেতে চলেছেন। ক্যাবিনেটে চারজন প্রাক্তন মুখ্যমন্ত্রীদের যুক্ত করা হচ্ছে।

Avatar
Koushik Dutta

সম্পর্কিত খবর