বাংলা হান্ট ডেস্কঃ ৪১ বছর পর পদকের খরা কাটিয়ে টোকিও অলিম্পিকে হকিতে ব্রোঞ্জ পদক জয় করেছে ভারতীয় দল। হাড্ডাহাড্ডি ম্যাচে জার্মানিকে ৫-৪ গোলে পরাজিত করেছে তারা। সারা ভারতে এখন স্বাভাবিক ভাবেই শুরু হয়েছে উৎসব। প্রথমে জার্মানি এগিয়ে গেলেও পরবর্তীতে খেলায় ফিরে আসে ভারত। তৃতীয় কোয়ার্টারের মধ্যেই কার্যত ম্যাচের রাশ নিজেদের হাতে নিয়ে নেয় মেন ইন ব্লু। ১৯৮০ সালে শেষবার স্বর্ণপদকের মুখ দেখে ছিল ভারত। তারপর এই ২০২১ সালে আবার সকলের মন জয় করে নিলেন মনপ্রীত, রুপিন্দররা।
গত ম্যাচে সেমিফাইনালে বেলজিয়ামের কাছে হারের পর টুইট করে ভারতীয় দলকে উজ্জীবিত করেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তিনি লিখেছিলেন, হার-জিত জীবনের অংশ, তোমরা ভারতকে যথেষ্ট গর্বিত করেছ। আগামী দিনের ম্যাচের জন্য তোমাদের অনেক অনেক শুভেচ্ছা। এবার ব্রোঞ্জ পদক জয়ের পর ভারতীয় দলের খেলোয়াড়দের নিজেই ফোন করলেন প্রধানমন্ত্রী মোদী। সেই ভিডিও এখন রীতিমত ভাইরাল (Viral Video) সোশ্যাল মিডিয়ায়।
ভারত অধিনায়ক মনপ্রীতকে ফোন করে মোদী বলেন, “তোমাকে এবং তোমাদের পুরো দলকে অনেক অনেক শুভেচ্ছা। তোমরা অনেক বড় কাজ করেছো। সারা ভারত এখন খুশিতে নাচছে।” ভিডিওতে দেখা যায় জবাবে অধিনায়ক মনপ্রীত সিংহ তাকে বলছেন, “আপনার মোটিভেশনাল কথাগুলি আমাদের খুব কাজে লেগেছে।” কিন্তু প্রধানমন্ত্রী উল্টে গোটা দলকেই বাহবা দেন এবং বলেন, “তোমাদের পরিশ্রমই আজ তোমাদের এই জায়গায় পৌঁছে দিয়েছে। ১৫ আগস্ট তোমাদের সকলের সঙ্গে দেখা হবে। গোটা টিমের সমস্ত খেলোয়াড়দের আমার শুভেচ্ছা দিও।”
শুধু তাই নয় দলের কোচ গ্রাহাম রিডের সঙ্গেও কথা বলেন তিনি। তাকেও দলকে এই উচ্চতায় পৌঁছে দেওয়ার জন্য ধন্যবাদ এবং শুভেচ্ছা জানান প্রধানমন্ত্রী। জবাবে সেমি ফাইনালে হারের পর যে শুভেচ্ছাবার্তা পাঠিয়েছিলেন প্রধানমন্ত্রী, তা অত্যন্ত মোটিভেশনাল ছিল বলেই জানান গ্রাহাম রিডও। এই মুহূর্তে গোটা ভারতে সম্মানিত করেছে ভারতীয় পুরুষ হকি দল। তাদের সঙ্গে বেশ কিছুটা হালকা মুহূর্ত কাটিয়ে শুভেচ্ছা জানালেন প্রধানমন্ত্রী মোদীও।