চিনকে নিয়ে অজিত দোভাল, CDS আর সেনা প্রধানদের সাথে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর হাই লেভেল মিটিং

বাংলা হান্ট ডেস্কঃ লাদাখে বাস্তবিক নিয়ন্ত্রণ রেখায় (LAC) চিনের তরফ থেকে সীমান্ত নিয়ে বেড়ে চলা বিবাদের মধ্যে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী (Narendra Modi) মঙ্গলবার হাই লেভেল মিটিং করেন। এই মিটিংয়ে জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত দোভাল (Ajit Doval), চীফ অফ ডিফেন্স স্টাফ জেনারেল বিপিন রাওয়াত আর তিন সেনার প্রধানেরা উপস্থিত ছিলেন। প্রধানমন্ত্রী মোদী এই বৈঠক ছাড়া বিদেশ সচিব হর্ষবর্ধন শ্রিঙ্গলার সাথে এই বিষয়ে আলাদা করে কথা বলেন।

IMG 20200526 WA0006 768x476 1

এর আগে প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং সিডিএস জেনারেল বিপিন রাওয়াত আর তিন সেনার প্রধানদের সাথে চিনের সাথে বেড়ে চলা এই বিবাদ নিয়ে সমীক্ষা বৈঠক করেছেন। রাজনাথ সিংকে সেনা প্রধান মনোজ মুকুন্দ নরভানে এই বিষয় নিয়ে বিস্তারিত রিপোর্ট দেন। সেনা প্রধান দুদিন আগেই লাদাখের সফর করেছেন। এরপর এটা জানা যায় যে, প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং সেনার মোতায়েন নিয়ে প্রশ্ন করেন এবং চিনের বিরুদ্ধে ভারতীয় সেনার সম্পূর্ণ সহযোগিতার আশ্বাস দেন।

আপনাদের জানিয়ে দিই, পাঁচ মে থেকে এখনো পর্যন্ত দুই দেশের সেনার মধ্যে ৬ বার কথাবার্তা হয়েছে, কিন্তু সমস্যার কোন সমাধান হয়নি। সুত্র অনুযায়ী, চিনের দাবি হল ভারত যেন বাস্তবিক রেখার আশেপাশে নির্মাণকার্য না চালায়। আর ভারতও চিনের এই দাবি মানবে না বলে জানিয়ে দিয়েছে। ভারত চিনকে সীমান্তে শান্তি বজায় রাখার কথা জনিয়ে দিয়েছে। এরপরেও চিনের সেনা সীমান্ত থেকে পিছু হটছে না।

বিদেশ মন্ত্রালয়ের মুখপাত্র অনুরাগ শ্রীবাস্তব চিনের সেই অভিযোগ খারিজ করে দিয়েছে, যেখানে চিন বলেছিল যে চারতিয় সেনা দ্বারা চিনের দিকে অতিক্রমণ করার পর উত্তেজনা বেড়েছে। ভারতের এই প্রতিক্রিয়া চিনের সেই অভিযোগের দুইদিন পর সামনে আসে, যেখানে চিন বলছিল ভারতীয় সেনা চিনের সীমান্ত পার করেছিল।

Avatar
Koushik Dutta

সম্পর্কিত খবর