বাংলা হান্ট ডেস্কঃ ইজরায়েলের নবনির্বাচিত প্রধানমন্ত্রী নাফতালি বেনেট সোমবার জানিয়েছেন যে, তিনি ভারতের সঙ্গে থাকা মধুর সম্পর্ককে আরও মজবুত করার জন্য প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে কাজ করতে ইচ্ছুক। নরেন্দ্র মোদী ইজরায়েলের নবনির্বাচিত প্রধানমন্ত্রীকে শুভেচ্ছা জানানোর পর নাফতালি বেনেট এই কথা বলেছেন। নাফতালি বেনেট রবিবার ইজরায়েলের নতুন প্রধানমন্ত্রী হিসেবে শপথ নেন। এরপরই বেঞ্জামিন নেতানিয়াহুর দীর্ঘ ১২ বছরের শাসনের অন্ত হয়।
ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী নাফতালি বেনেটকে ইজরায়েলের প্রধানমন্ত্রী হিসেবে শপথ নেওয়ার জন্য ওনাকে শুভেচ্ছা জানান আর দুই দেশের মধ্যে রাজনৈতিক সম্পর্ককে মজবুত করার জন্য উৎসুকতা জাহির করেন। নরেন্দ্র মোদী টুইট করে লেখেন, ‘ইজরায়েলের প্রধানমন্ত্রী হওয়ার জন্য নাফতালি বেনেটকে শুভেচ্ছা। আমরা আগামী বছর আমাদের কূটনৈতিক সম্পর্কের ৩০ বছর পূর্ণ করতে চলেছি। আর এই অবসরে আপনার সঙ্গে সাক্ষাৎ করব আর দুই দেশের মধ্যে রণনৈতিক সম্পর্ক আরও মজবুত করার জন্য উৎসুক আমি।”
Excellency @naftalibennett, congratulations on becoming the Prime Minister of Israel. As we celebrate 30 years of the upgradation of diplomatic relations next year, I look forward to meeting you and deepening the strategic partnership between our two countries. @IsraeliPM
— Narendra Modi (@narendramodi) June 14, 2021
নরেন্দ্র মোদীর টুইটের পর ইজরায়েলের প্রধানমন্ত্রী নাফতালি বেনেট লেখেন, ‘ধন্যবাদ প্রধানমন্ত্রী মোদী, আমি দুই গণতান্ত্রিক দেশের মধ্যে মধুর সম্পর্ককে আরও মজবুত করতে আপনার সঙ্গে কাজ করার জন্য উৎসুক।” নাফতালি বেনেট রবিবার ইজরায়েলের ১৩ তম প্রধানমন্ত্রী হিসেবে শপথ গ্রহণ করেন।
আরেকদিকে, ইজরায়েলের বৈকল্পিক প্রধানমন্ত্রী তথা বিদেশ মন্ত্রী ইয়াহর লাপিদ সোমবার জানিয়েছেন যে, নতুন সরকার ভারতের সঙ্গে রণনৈতিক সম্পর্ককে এগিয়ে নিয়ে যাওয়ার কাজ করবে। বিদেশ মন্ত্রী এস. জয়শঙ্করের শুভেচ্ছা বার্তার জবাবে লাপিড টুইট করে লেখেন, ‘আমি দুই দেশের মধ্যে রণনৈতিক সম্পর্ককে এগিয়ে নিয়ে যাওয়ার কাজ করায় আশাবাদী। আশা করি খুব শীঘ্রই ইজরায়েলে আপনাকে স্বাগত জানানো হবে।”