“ওরা নিজেদের দক্ষতার প্রতিফলন ঘটিয়েছে…”, এশিয়া কাপ জয়ী মহিলা ভারতীয় দলকে অভিনন্দন নরেন্দ্র মোদির

বাংলা হান্ট নিউজ ডেস্ক: এশিয়া কাপের ফাইনালে জয়ের ভারতীয় মহিলা ক্রিকেট দলকে অভিনন্দন জানিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এবং বিসিসিআই সচিব জয় শাহ। আজ শনিবার, বাংলাদেশের সিলেটে আয়োজিত মহিলা এশিয়া কাপের ফাইনালে শ্রীলঙ্কাকে ৮ উইকেটে হারিয়ে তাদের সপ্তম এশিয়া কাপের শিরোপা জিতেছে হরমনপ্রীত কৌরের দল। এরজন্য তাকে সাধুবাদ জানিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। আমরা আগেও দেখেছি ক্রীড়াক্ষেত্রে ভারতের ক্রীড়াবিদরা সাফল্য পেলে তাদের পাশে দাঁড়াতে ভোলেননা তিনি। এই ক্ষেত্রেও তার ব্যতিক্রম হয়নি।

নরেন্দ্র মোদি টুইট করে লিখেছেন, “আমাদের মহিলা ক্রিকেট দল তাদের দৃঢ়তা এবং দক্ষতার সাথে আমাদের গর্বিত করেছে! মহিলা এশিয়া কাপ জয়ের জন্য তাদেরকে অভিনন্দন। তারা মাঠের ভেতর অসামান্য দক্ষতা এবং দলগত শৃঙ্খলা দেখিয়েছে, যার ফল তারা পেয়েছে। খেলোয়াড়দের তাদের আসন্ন যাত্রার জন্যও শুভকামনা জানাই।”

ফাইনালে কোনও পরীক্ষা-নিরীক্ষার রাস্তায় না হেঁটে নিজেদের সবচেয়ে শক্তিশালী একাদশ মাঠে নামিয়েছিলেন অধিনায়ক হরমানপ্রীত কৌর। যদিও টস ভাগ্য কথা বলেছিল শ্রীলঙ্কার হয়ে। সিলেট ক্রিকেট স্টেডিয়ামে টসে জিতে শ্রীলঙ্কান অধিনায়ক মেঘমা সঞ্জীবনী প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নেন। তার সেই সিদ্ধান্ত যে কতটা ভুল ছিল তা কিছুক্ষণ পর থেকেই প্রমাণ হতে শুরু করে। প্রথম দুই ওভার রান আটকে রাখার পর তৃতীয় ওভার থেকে উইকেট তুলতে শুরু করেন ভারতীয় বোলাররা। মুহূর্তেই ২.৩ ওভারে ৮/০ অবস্থা থেকে পাওয়ার প্লে শেষে ১৬/৫ হয়ে যায় শ্রীলঙ্কা। ওপেনার দুজন শুধুমাত্র রান আউট হয়েছিলেন। কিন্তু প্রথমেই এমন ধাক্কা খেয়ে আর ম্যাচে ফেরার ক্ষমতা ছিলনা শ্রীলঙ্কার।

ভারত তাদের অলআউট করতে পারেনি ঠিকই কিন্তু গোটা কুড়ি ওভার ব্যাটিং করে শেষপর্যন্ত ৯ উইকেট খুইয়ে মাত্র ৬৫ রান বোর্ডে তুলেছিল শ্রীলঙ্কা। রাজেশ্বরী গায়কোয়াড় এবং স্নেহ রানা দুটি করে উইকেট নিয়েছিলেন। উইকেট না পেলেও অত্যন্ত কৃপণ বোলিং করেছিলেন দীপ্তি এবং হেমলতা। কৃপণ বোলিং পাশাপাশি আজকের ম্যাচে ভারতের হয়ে সর্বোচ্চ উইকেট শিকারী হয়েছেন রেণুকা ঠাকুর (৩-১-৫-৩)।

এরপর বাকিটুকু শুধুমাত্র নিয়মরক্ষা ছিল। প্রথম থেকেই দ্বীপরাষ্ট্রের বোলারদের ওপর আক্রমণ শুরু করেন স্মৃতি মান্ধানা। মাঝে দীপ্তি (৫) এবং জেমিমাকে (২) হারাতে হলেও তার দাপট কমেনি। ২৫ বলে ৫১ মানের একটি অসাধারণ ইনিংস খেলেন স্মৃতি। মেরেছেন ৬টি এবং ৩টি ছক্কা। ৮.৩ ওভারে ৭১ রান তুলে ফেলে ভারত। শেষ বলে ছক্কা মেরে ম্যাচ জেতান স্মৃতি। আজ অবধি আয়োজিত আটটি এশিয়া কাপের মধ্যে সাতটিই নিজেদের ঘরে তুলল ভারতীয় মহিলা ক্রিকেট দল।


Reetabrata Deb

সম্পর্কিত খবর