‘দাদা এবার বেশি হয়ে যাচ্ছে” লোকসভায় অধীর চৌধুরীকে ধমক প্রধানমন্ত্রীর

বাংলা হান্ট ডেস্কঃ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ লোকসভায় রাষ্ট্রপতি রামনাথ কোভিন্দের ভাষণ নিয়ে ধন্যবাদ প্রস্তাবের চর্চার সময় তোলা ইস্যুর জবাব দেন। আজ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে জবাব দেওয়ার মুডেই দেখা যাচ্ছিল। কৃষি আইনের সমর্থনে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলা শুরু করতেই কংগ্রেস সাংসদ অধীর রঞ্জন চৌধুরী ওনার কথার মাঝে হাঙ্গামা শুরু করেন। প্রথমে প্রধানমন্ত্রী ওনাকে হেসে হেসে চুপ করিয়ে দেন। এরপরেও অধীর রঞ্জন চৌধুরী যখন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বক্তব্যের মাঝে বারবার বাধা সৃষ্টি করছিলেন, তখন প্রধানমন্ত্রী মোদী বলেন, ‘অধীর রঞ্জন জি, এবার বেশি হয়ে যাচ্ছে।”

উল্লেখ্য প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী নিজের ভাষণে বলেন যে, কৃষি আইনের ফলে না তো মণ্ডি বন্ধ হচ্ছেম আর না MSP তুলে দেওয়া হচ্ছে। আইন লাগু হওয়ার পর MSP অনুযায়ীই বিক্রিবাট্টা চলবে। প্রধানমন্ত্রী বলেন, সরকার কৃষকদের কথা শোনার জন্য তৈরি। যদি আইনে কোনও খামতি থাকে, সেটাও দূর করা হবে। প্রধানমন্ত্রীর এই কথায় অধীর রঞ্জন চৌধুরী দাঁড়িয়ে হাঙ্গামা শুরু করে দেন। তখনই প্রধানমন্ত্রী অধীরবাবুকে বলেন, ‘দাদা এবার বেশি হয়ে যাচ্ছে।”

 

Koushik Dutta

সম্পর্কিত খবর