বাংলা হান্ট ডেস্কঃ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী (Narendra Modi) জার্মানির (Germany) চ্যান্সেলর অ্যাঞ্জেলা মর্কেলের (Angela Merkel) সঙ্গে সোমবার আফগানিস্তান ইস্যু নিয়ে আলোচনা করলেন। তবে শুধু আফগানিস্তানই না দ্বিপাক্ষিক, বহুপাক্ষিক এবং আঞ্চলিক ইস্যু নিয়ে এই দুই নেতার মধ্যে চর্চা হয়।
প্রধানমন্ত্রী জানিয়েছেন যে, দুজনের এই আলাপে আফগানিস্তান ইস্যু নিয়েও আলোচনা হয়েছে। দুই নেতাই এই আলাপে ভারত আর জার্মানের মধ্যে রণনৈতিক অংশিদারিত্বকে আরও শক্তিশালী করার জন্য প্রতিবদ্ধতা দেখান।
প্রধানমন্ত্রী কার্যালয়ের তরফ থেকে পাওয়া তথ্য অনুযায়ী, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আর জার্মান চ্যান্সেলর অ্যাঞ্জেলা মর্কেল আফগানিস্তানে ক্রম বর্ধমান অশান্তি নিয়ে আলোচনা করেছেন। ওনারা এই বিষয়েও চিন্তা জাহির করেছেন যে, আফগানিস্তানের পরিস্থিতির ফলে কীভাবে গোটা বিশ্বের রাজনীতিতে প্রভাব পড়ছে।
Spoke to Chancellor Merkel this evening and discussed bilateral, multilateral and regional issues, including recent developments in Afghanistan. Reiterated our commitment to strengthening the India-Germany Strategic Partnership.
— Narendra Modi (@narendramodi) August 23, 2021
দুই নেতা এই আলোচনায় শান্তি আর নিরাপত্তার উপরে জোর দেন। PMO-র তরফ থেকে বলা হয়েছে যে, প্রধানমন্ত্রী বলেছেন এই সময়ে শান্তি আর সুরক্ষা এই দুটি জিনিশ সবথেকে বেশি দরকার।