খেলার প্রতি দেশের যুবক-যুবতীদের আরও আকৃষ্ট করার লক্ষ্য, পার্লামেন্টারি বৈঠকে নির্দেশ প্রধানমন্ত্রীর

বাংলা হান্ট ডেস্কঃ অলিম্পিকে গত ৪০ বছরের রেকর্ড দেখলে এবার সত্যি সেরা প্রদর্শন করেছে ভারতীয় দল। সাতটি পদকসহ এবার ৪৮ তম স্থানে শেষ করেছে তারা। তাই এখন সারা দেশেই খেলোয়াড়দের নিয়ে চলছে বিভিন্ন আলোচনা। এবার বিজেপির পার্লামেন্টারি পার্টি বৈঠকেও এ বিষয়ে গুরুত্ব আরোপ করতে দেখা গেল প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে। বিজেপির এই সংসদীয় পার্টি বৈঠকে উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, বিজেপি সভাপতি জেপি নাড্ডা, প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং এবং উভয় কক্ষের সাংসদ সহ অনেক বর্ষিয়ান নেতানেত্রী।

এদিনও ফের একবার ভারতের অলিম্পিক পারফরম্যান্সের কথা ওঠে। প্রধানমন্ত্রী মোদী সাংসদদের উদ্দেশ্যে তার ভাষণে বলেন, অনেকেই একথা মনে করেন যে খেলোয়াড়রা স্কুলের শিক্ষায় ততটা জোর দেয় না, এই কথা একদম ভুল। সাংসদরা নিজ নিজ এলাকায় এ বিষয়ে প্রচার করবেন। গ্রামীণ প্রতিভা যাতে আরও বেশী সুযোগ পায়, সেই দিকে মনোযোগ দিতে হবে। সাংসদরা তাদের এলাকার স্কুলে ‘সুস্থ সবল ছেলে মেয়ে’ এই ধরনের প্রতিযোগিতার আয়োজন করুন। দেশের স্বাধীনতার ৭৫ বছরপূর্তি উপলক্ষে যে কর্মসূচি গ্রহণ করা হয়েছে তাতে সক্রিয়ভাবে অংশগ্রহণ করুন।

সাথে সাথেই প্রধানমন্ত্রী এও বলেন, প্রত্যেক সংসদ নজর দিন যাতে কোনও দরিদ্র পরিবার আয়ুষ্মান গোল্ড কার্ড থেকে বঞ্চিত না হয়। শুধু তাই নয়, কৃষক সম্মান নিধি নিয়েও জায়গায় জায়গায় ক্যাম্পেইন করুন। ছোট ছোট কৃষকরা যাতে এই প্রকল্পের সঙ্গে যুক্ত হয় তার প্রয়াস করুন। কেন্দ্রীয় মন্ত্রী প্রহ্লাদ যোশীর বক্তব্য অনুযায়ী এদিন নিজের বক্তব্যে পুষ্টি অভিযানের উপর জোর দেন প্রধানমন্ত্রী। সাংসদদের দিকে তিনি বারবার বলেছেন, কেউ যেন অপুষ্টিতে না ভোগে প্রত্যেকে যাতে এই অভিযানে যোগ দিতে পারে সেদিকে নজর দিতে হবে। কারণ পুষ্টি অভিযান সফল হলে আগামীদিনে সুস্থ সবল সন্তান লাভ করবেন মায়েরা।

narendra modi

প্রহ্লাদ যোশী আরও জানান, এদিন অলিম্পিকে ক্রীড়াবিদদের সাফল্যের কথা মাথায় রেখে সংসদ ভবনে আসন ছেড়ে উঠে দাঁড়িয়ে বিজয়ীদের স্বাগত জানান প্রধানমন্ত্রী। তিনি আরও জানিয়েছেন, অপুষ্টি রোধে আগামী দিনে বড়মাত্রায় প্রকল্প লাগু করতে বদ্ধপরিকর কেন্দ্রীয় সরকার। সংবিধানেও পরিবর্তন করা হচ্ছে রাজ্যগুলির অতিরিক্ত ক্ষমতায়নের জন্য।

 


Abhirup Das

সম্পর্কিত খবর