এবার ভারতীয় ট্যালেন্ট থাকবে ভারতেই, নতুন শিক্ষামন্ত্রীকে বড়সড় নির্দেশ দিলেন প্রধানমন্ত্রী মোদী

বাংলা হান্ট ডেস্কঃ এর আগেই শিক্ষানীতিতে একাধিক পরিবর্তন এনে নতুন শিক্ষা আইন প্রবর্তনের দিকে নজর দিয়েছে মোদী সরকার (Modi government)। অনেক বড় বড় সমালোচকও মোদী সরকারের শিক্ষানীতির প্রশংসা না করে পারেননি। ভারতীয় শিক্ষা ব্যবস্থাকে বিদেশের সমতুল্য করে তুলতে ইতিমধ্যেই একাধিক পরিবর্তন আনা হয়েছে। যদিও তা এখনও লাগু হয়নি কিন্তু প্রতিটি পদক্ষেপ যে ভীষণ রকম পজেটিভ তা বলাই বাহুল্য। বিশেষত যেভাবে ভোকেশনাল কোর্স-এর ওপর জোর দিয়েছে কেন্দ্র সরকার এই মুহূর্তে দেশে রোজকার তৈরি করতে তা ভীষণভাবে জরুরী।

এবার আরও একধাপ এগিয়ে নতুন শিক্ষা মন্ত্রী ধর্মেন্দ্র প্রধানকে (Dharmendra Pradhan ) গুরু মন্ত্র দিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী (Narendra Modi)। সূত্রের খবর অনুযায়ী প্রধানমন্ত্রী জানিয়েছেন, প্রথম শিল্প বিপ্লবে ভারত তেমন কোনো ভূমিকা রাখতে পারেনি। দ্বিতীয় শিল্প বিপ্লবে ভারতীয়রা ছিলেন মূলত শ্রমিক। কম পয়সায় ব্রিটিশরা তাদের দিয়ে খাটিয়ে নিয়েছে। কিন্তু তৃতীয় শিল্প বিপ্লবে অর্থাৎ তথ্যপ্রযুক্তি বিপ্লবে উল্লেখযোগ্য ভূমিকা রেখেছে ভারত। কিন্তু ভারতের একাধিক বুদ্ধিমান মস্তিষ্ক এখন বিদেশের বিভিন্ন বড় বড় কোম্পানির মাথায় বসে রয়েছে। যার জেরে এর সঠিক লাভ পাচ্ছে না ভারত।

ব্রেন ড্রেনের মাধ্যমে সুবিধা তুলছে বিদেশি কোম্পানিগুলি। তথ্যপ্রযুক্তি ক্ষেত্রে যদি কোন চতুর্থ শিল্প বিপ্লব হয়, ভারতীয়দের উন্নততর চিন্তাভাবনা যাতে ভারত ব্যবহার করতে পারে তার দিকে নজর দিতে হবে। এমনকি তথ্যপ্রযুক্তির এই চতুর্থ শিল্পবিপ্লবে ভারত যেন বিশ্বকে নেতৃত্ব দেয় দিকেও নজর দেবার কথা ধর্মেন্দ্র প্রধানকে বলেছেন তিনি। গুগলের সিইও সুন্দর পিচাই থেকে শুরু করে মাইক্রোসফট, অ্যাডোব, নোকিয়া সমস্ত বড় বড় কোম্পানির মূল-মস্তিষ্ক হিসেবে এখন কাজ করছেন ভারতীয়রা।

images 2021 07 10T164139.618

 

এ ধরনের উদ্ভাবনী ক্ষমতা আগামী দিনে যাতে ভারতে আরও বিকশিত হতে পারে সেই দিকেই লক্ষ্য দেওয়ার কথা বলেছেন প্রধানমন্ত্রী। তবে বিশ্লেষকদের মতে এর জন্য নতুন শিক্ষা আইন দ্রুত লাগু করা জরুরি। সূত্রের খবর অনুযায়ী সেদিকেও নজর দিচ্ছেন প্রধানমন্ত্রী। নতুন শিক্ষা মন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের সঙ্গে এই বিষয়েও কথা হয়েছে তার।

 

Avatar
Abhirup Das

সম্পর্কিত খবর