মমল্লপুরমের সৈকতে হাতে কী নিয়ে ঘুরছেন প্রধানমন্ত্রী? এবার তিনি নিজেই উত্তর দিলেন

বাংলা হান্ট ডেস্ক : শুক্র ও শনিবার দুদিন তামিলনাডুর মহাবলীপুরমের কাটিয়েছেন তিনি, মমল্লপুরমের মন্দিরে চীনা প্রেসিডেন্ট শি জিনপিংয়ের সঙ্গে বৈঠকের পর শনিবার সকালে তামিলনাড়ুর সমুদ্র সৈকতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর প্লাস্টিক আবর্জনা পরিষ্কার দেশবাসীর নজরে এসেছে এবং তিনি প্রশংসাও কুড়িয়েছেন, যদিও অনেকেই বিষয়টিকে লোক দেখানো বলে সমালোচনা করেছেন অনেককেই আবার চিত্রনাট্য বলেছেন তবে সব বিতর্ক সরিয়ে ফেলে মোদীর হাতে থাকা একটি জিনিস শহরের নজরে এসেছে। সেই জিনিসটি কী তা জানতে কার্যত শোরগোল পড়ে গিয়েছে নেট দুনিয়ায়।

সেই জিনিসটি কী? তা নিয়ে জনমনে কৌতূহলের শেষ নেই তবে এবার সামাজিক মাধ্যমে তাঁর হাতে থাকা দণ্ডটি আসলে কী তার উত্তর দিলেন খোদ প্রধানমন্ত্রী। সামাজিক মাধ্যমে টি টুইটার পোস্ট হয়েছে যেখানে ভিডিওতে দেখা গেছে সমুদ্র সৈকতে বালির মধ্যে প্রাতঃভ্রমণে বেরিয়েছেন প্রধানমন্ত্রী, সমুদ্র সৈকতে প্লাস্টিক দেখলেই তা হাতে থাকা ঝোলায় ভরেছেন, আর অন্য হাতে রেখেছেন সেই দণ্ড। সেই প্রসঙ্গে বলতে গিয়ে নিজের টুইটার হ্যান্ডেলে প্রধানমন্ত্রী লিখেছেন, সমুদ্র সৈকতে তাঁর হাতেই বর্জ্য করানোর সময় যে দণ্ডটি ছিল সেটি আসলে অ্যাকুপ্রেসার রোলার।

তিনি নাকি সেটা সব সময়ই ব্যবহার করেন, এই জিনিসটি খুব ভাল কাজ দেয় বলেও জানান তিনি। আসলে প্লাস্টিক মুক্ত সমাজ গড়ে তুলতে ডাক দিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, জন মানুষের প্লাস্টিক মুক্ত সমাজ গড়ে তুলতে সমুদ্র সৈকতে তাঁকেই প্লাস্টিক কুড়াতে দেখা গেছে। এর ফলে সমাজ সাফল্যের মুখ দেখবে বলে মত প্রকাশ করেছেন তিনি।


সম্পর্কিত খবর